logo
বিদেশে উচ্চশিক্ষা

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ দিন আগে
Copied!
জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী বছরের ৯ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ বছর নবায়নযোগ্য। সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসিতে জিপিএ ৪.৮০ ও এইচএসসিতে ৪.৮০ পেতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় ২১২ নম্বর কক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নম্বর-২১২) জমা দিতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

৩১ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেডের বৃত্তির সমপরিমাণ অন্য কোনো বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এই বৃত্তিতে আবেদনের যোগ্য বিবেচনা হবে না।

নির্ধারিত আবেদন ফরমে টাইপকৃত/হাতে পূরণ করে (এক কপি রঙিন ছবি ও নম্বরপত্রসহ) দুই সেট (এক কপি ফটোকপি) আবেদন জমা দিতে হবে;

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন।

আরও পড়ুন

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

২ দিন আগে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

৮ দিন আগে

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০ দিন আগে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।

১১ দিন আগে