logo
বিদেশে উচ্চশিক্ষা

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ডিসেম্বর ২০২৪
Copied!
ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম থেকে মিলবে স্কলারশিপ। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

দেশের বাইরে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের জন্য অন্যতম সেরা জায়গা যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বিশ্বের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান এই যুক্তরাষ্ট্রে। এখানে শিক্ষা খাতে গবেষণা থেকে শুরু করে পরিবেশ, মান ও ফান্ডিং ভালো। এ জন্য শিক্ষার্থীদের প্রথম দিকের পছন্দ যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়।

বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এতে বিনা খরচে দেশটিতে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১৬ ডিসেম্বর

আগে জেনে নিন সুবিধাগুলো

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম শিক্ষার্থীদের জটিল বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান চিহ্নিত করতে ও মূল্যবোধভিত্তিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তন আনতে দক্ষতা ও ক্ষমতায়নে পারদর্শী করে। এ ছাড়া পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।

এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। আবাসন সুবিধা প্রদান করবে। জীবনযাত্রার খরচ হিসেবে মাসিক উপবৃত্তি দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজের দেশে যাতায়াতের জন্য বিমানভাড়া প্রদান করবে। প্রাথমিক চিকিৎসা ও জীবনবিমার সুবিধা দেবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে; টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল (পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭, পিটিই একাডেমিক ৬৮ ও ডিইটিতে ১২০ স্কোর থাকতে হবে। ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা-প্রবণতা থাকতে হবে।

নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছর সাধারনত বছরের শেষদিকে এই স্কলারশিপ আহ্বান করা হয়। অনলাইনে আবেদন করা যায়। প্রয়োজনীয় কাগজপত্রও দিতে হয় অনলাইনে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন চলছে। শেষ তারিখ চলতি বছরের ১৬ ডিসেম্বর

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদন আহ্বান

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদন আহ্বান

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে আইসিটি খাতে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান, আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান এবং বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

৩ দিন আগে

কানাডার এই স্কলারশিপে মিলবে ৫৫ লাখ টাকা, আবেদন চলছে

কানাডার এই স্কলারশিপে মিলবে ৫৫ লাখ টাকা, আবেদন চলছে

কানাডার অনেক স্কলারশিপের মধ্যে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বছর আবেদনের শেষ সময় আগামী ১৮ ফেব্রুয়ারি।

৩ দিন আগে

নাসায় ইন্টার্নশিপের সুযোগ, আজই আবেদন করুন

নাসায় ইন্টার্নশিপের সুযোগ, আজই আবেদন করুন

চলমান এই ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়।

৩ দিন আগে

আয়ারল্যান্ডে সরকারি খরচে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আয়ারল্যান্ডে সরকারি খরচে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দিয়ে থাকে আইরিশ সরকার। এই বৃত্তির নাম গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড স্কলারশিপ। এর আওতায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও পিএইচডি করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও।

৪ দিন আগে