logo
বিদেশে উচ্চশিক্ষা

থাইল্যান্ডে উচ্চশিক্ষায় মিলছে দারুণ এই স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
থাইল্যান্ডে উচ্চশিক্ষায় মিলছে দারুণ এই স্কলারশিপ

সারা বিশ্ব থেকে প্রতি বছর বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন থাইল্যান্ডের ভিআইএসটিইসি স্কলারশিপে। বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিআইএসটিইসি) প্রতি বছর এই সুযোগ দিয়ে থাকে। এর আওতায় বিশ্ববিদ্যালয়টিতে করতে পারবেন স্নাতকোত্তর কিংবা পিএইচডি।

এই স্কলারশিপ বিভিন্ন অনুষদের তত্ত্বাবধানে প্রায় সব ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের গবেষণা চালিয়ে যেতে সাহায্য করবে।

আগে জেনে নিন সুবিধাগুলো

স্কলারশিপের যেকোনো প্রোগ্রামের জন্য কোনো আবেদন ফি প্রয়োজন হয় না। বিজ্ঞান, প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান ছাড়াও পড়া যাবে আণবিক, শক্তি, জৈব রসায়ন, গণিত, পরিবেশবিদ্যা, উপকরণবিদ্যা, বৈদ্যুতিক সম্পর্ক, জৈবিক, যান্ত্রিক, কম্পিউটার, তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে।

বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনা করার জন্য মাসিক উপবৃত্তি, টিউশন ফি, বাসস্থান, ভ্রমণ খরচ, গবেষণা সুবিধা ইত্যাদিসহ সব খরচ কভার করবে। পিএইচডিতে দেশের বাইরে যেতে চাইলে সেই সুযোগও পাবেন। বহন করবে সব খরচ।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরা এই আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর করতে হলে স্নাতক পাশ করা থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞানে করতে হবে। রসায়ন, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান, গণিত বা সংশ্লিষ্ট ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিংয়ে রাসায়নিক, উপকরণ, বৈদ্যুতিক, জৈবিক, পরিবেশগত, যান্ত্রিক, কম্পিউটার বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ক্ষেত্র বা ফলিত বিজ্ঞান (ফার্মেসি, চিকিৎসা প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, আইসিটি বা সম্পর্কিত ক্ষেত্র) হলেও চলবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। আইইএলটিএস, টোয়েফল বা অন্য ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদ দেখাতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

বছরের শেষদিকে সাধারণত এই ইনস্টিটিউট থেকে আবেদন আহ্বান করা হয়। আবেদনের জন্য ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনি কোন কোর্স নিতে চান তা উল্লেখ করলে সে অনুযায়ী তথ্য পাবেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১৩ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫