বিডিজেন ডেস্ক
উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস অনেকেরই বেশ পছন্দের দেশ। এই দেশে পড়াশোনার খরচ একটু বেশি হলেও বেশ কয়েকটি দারুণ স্কলারশিপ রয়েছে। এসব স্কলারশিপের আওতায় আপনি চাইলেই দেশটিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর করতে পারবেন বিনা খরচে। এমনকি দেশটিতে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে।
নেদারল্যান্ডসের জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হচ্ছে টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং এর বাইরের অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশিরাও এই বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন স্নাতক কিংবা স্নাতকোত্তর।
প্রতি বছর আনুমানিক ৫০টি স্কলারশিপ দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের। ২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ ইউরো দেওয়া হবে। দুই বছর মেয়াদি কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা সমপরিমাণ আরেকটি বৃত্তি পেতে পারেন, যদি তাঁরা বৃত্তির শর্ত পূরণ করতে পারেন। ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যোগাযোগবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ ব্যবস্থাপনা ও প্রকৌশল, শিক্ষাবিজ্ঞান ও প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ আরও অন্যান্য বিষয়ে পড়া যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ও এর বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। টোয়েন্টে স্কলারশিপের আবেদন-প্রক্রিয়া ও টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া দুটো আলাদা বিষয়। আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে হবে। টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে হবে না।
আইইএলটিএস স্কোর ৬.৫ অথবা টোয়েফল ৯০ এবং এ ছাড়া আইইএলটিএস স্পিকিংয়ে ৬.০০ বা টোয়েফলে ২০ থাকতে হবে। ডাচ শিক্ষা ঋণের জন্য উপযোগী নন এমন হতে হবে। আপনার ক্লাসে প্রথম ৫-১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এরপর অ্যাডমিশন লেটার পেলে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছরের নভেম্বর ও ফেব্রুয়ারিতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যাবে অনলাইনে।
২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস অনেকেরই বেশ পছন্দের দেশ। এই দেশে পড়াশোনার খরচ একটু বেশি হলেও বেশ কয়েকটি দারুণ স্কলারশিপ রয়েছে। এসব স্কলারশিপের আওতায় আপনি চাইলেই দেশটিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর করতে পারবেন বিনা খরচে। এমনকি দেশটিতে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে।
নেদারল্যান্ডসের জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হচ্ছে টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং এর বাইরের অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশিরাও এই বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন স্নাতক কিংবা স্নাতকোত্তর।
প্রতি বছর আনুমানিক ৫০টি স্কলারশিপ দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের। ২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ ইউরো দেওয়া হবে। দুই বছর মেয়াদি কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা সমপরিমাণ আরেকটি বৃত্তি পেতে পারেন, যদি তাঁরা বৃত্তির শর্ত পূরণ করতে পারেন। ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যোগাযোগবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ ব্যবস্থাপনা ও প্রকৌশল, শিক্ষাবিজ্ঞান ও প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ আরও অন্যান্য বিষয়ে পড়া যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ও এর বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। টোয়েন্টে স্কলারশিপের আবেদন-প্রক্রিয়া ও টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া দুটো আলাদা বিষয়। আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে হবে। টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে হবে না।
আইইএলটিএস স্কোর ৬.৫ অথবা টোয়েফল ৯০ এবং এ ছাড়া আইইএলটিএস স্পিকিংয়ে ৬.০০ বা টোয়েফলে ২০ থাকতে হবে। ডাচ শিক্ষা ঋণের জন্য উপযোগী নন এমন হতে হবে। আপনার ক্লাসে প্রথম ৫-১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এরপর অ্যাডমিশন লেটার পেলে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছরের নভেম্বর ও ফেব্রুয়ারিতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যাবে অনলাইনে।
২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।
এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০ দিন আগে