
বিডিজেন ডেস্ক

উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস অনেকেরই বেশ পছন্দের দেশ। এই দেশে পড়াশোনার খরচ একটু বেশি হলেও বেশ কয়েকটি দারুণ স্কলারশিপ রয়েছে। এসব স্কলারশিপের আওতায় আপনি চাইলেই দেশটিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর করতে পারবেন বিনা খরচে। এমনকি দেশটিতে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে।
নেদারল্যান্ডসের জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হচ্ছে টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং এর বাইরের অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশিরাও এই বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন স্নাতক কিংবা স্নাতকোত্তর।
প্রতি বছর আনুমানিক ৫০টি স্কলারশিপ দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের। ২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ ইউরো দেওয়া হবে। দুই বছর মেয়াদি কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা সমপরিমাণ আরেকটি বৃত্তি পেতে পারেন, যদি তাঁরা বৃত্তির শর্ত পূরণ করতে পারেন। ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যোগাযোগবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ ব্যবস্থাপনা ও প্রকৌশল, শিক্ষাবিজ্ঞান ও প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ আরও অন্যান্য বিষয়ে পড়া যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ও এর বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। টোয়েন্টে স্কলারশিপের আবেদন-প্রক্রিয়া ও টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া দুটো আলাদা বিষয়। আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে হবে। টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে হবে না।
আইইএলটিএস স্কোর ৬.৫ অথবা টোয়েফল ৯০ এবং এ ছাড়া আইইএলটিএস স্পিকিংয়ে ৬.০০ বা টোয়েফলে ২০ থাকতে হবে। ডাচ শিক্ষা ঋণের জন্য উপযোগী নন এমন হতে হবে। আপনার ক্লাসে প্রথম ৫-১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এরপর অ্যাডমিশন লেটার পেলে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছরের নভেম্বর ও ফেব্রুয়ারিতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যাবে অনলাইনে।
২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস অনেকেরই বেশ পছন্দের দেশ। এই দেশে পড়াশোনার খরচ একটু বেশি হলেও বেশ কয়েকটি দারুণ স্কলারশিপ রয়েছে। এসব স্কলারশিপের আওতায় আপনি চাইলেই দেশটিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর করতে পারবেন বিনা খরচে। এমনকি দেশটিতে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে।
নেদারল্যান্ডসের জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হচ্ছে টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং এর বাইরের অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশিরাও এই বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন স্নাতক কিংবা স্নাতকোত্তর।
প্রতি বছর আনুমানিক ৫০টি স্কলারশিপ দেওয়া হয় বিদেশি শিক্ষার্থীদের। ২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
এক বছরের জন্য ৩ হাজার থেকে ২২ ইউরো দেওয়া হবে। দুই বছর মেয়াদি কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা সমপরিমাণ আরেকটি বৃত্তি পেতে পারেন, যদি তাঁরা বৃত্তির শর্ত পূরণ করতে পারেন। ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যোগাযোগবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ ব্যবস্থাপনা ও প্রকৌশল, শিক্ষাবিজ্ঞান ও প্রযুক্তি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ আরও অন্যান্য বিষয়ে পড়া যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল ও এর বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। টোয়েন্টে স্কলারশিপের আবেদন-প্রক্রিয়া ও টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া দুটো আলাদা বিষয়। আপনাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে হবে। টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে হবে না।
আইইএলটিএস স্কোর ৬.৫ অথবা টোয়েফল ৯০ এবং এ ছাড়া আইইএলটিএস স্পিকিংয়ে ৬.০০ বা টোয়েফলে ২০ থাকতে হবে। ডাচ শিক্ষা ঋণের জন্য উপযোগী নন এমন হতে হবে। আপনার ক্লাসে প্রথম ৫-১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এরপর অ্যাডমিশন লেটার পেলে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছরের নভেম্বর ও ফেব্রুয়ারিতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যাবে অনলাইনে।
২০২৫ সালের জন্য টোয়েন্টে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ এসেছে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা–সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে।
বাংলাদেশি আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ বলেছেন, “জার্মানিতে পড়তে যেতে চায় এমন হাজার হাজার সৎ শিক্ষার্থী আছে, কিন্তু যারা ভুল বা ভুয়া নথি জমা দেয় তারা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করে।”

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ এসেছে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
২ দিন আগে