বিডিজেন ডেস্ক
সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান ও পড়ালেখার মান জাপানকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পছন্দের শীর্ষস্থানে রেখেছে। জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। আর দেশটিও দিচ্ছে নানা সুবিধা।
সূর্যোদয়ের দেশ জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ফুল-ফ্রি স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। জাপানে স্নাতকোত্তর-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়।
২০২৫ সালের শিক্ষাবর্ষে যুক্ত হওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় এ বছরের ১২ ডিসেম্বর।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করবে। দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও। বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে। ভর্তি ফি লাগবে না। মেক্সট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
বাংলাদেশসহ জাপানের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা দক্ষতা স্কোর জমা দিতে হবে। স্নাতকোত্তরের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করা যাবে। প্রতি বছরের সেপ্টেম্বরে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় ডিসেম্বর পর্যন্ত। তবে কোনো কোনো বছর এর ব্যতিক্রমও হয়েছে।
২০২৫ সালের শিক্ষাবর্ষে যুক্ত হওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় এ বছরের ১২ ডিসেম্বর।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান ও পড়ালেখার মান জাপানকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পছন্দের শীর্ষস্থানে রেখেছে। জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। আর দেশটিও দিচ্ছে নানা সুবিধা।
সূর্যোদয়ের দেশ জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ফুল-ফ্রি স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। জাপানে স্নাতকোত্তর-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে আগ্রহী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়।
২০২৫ সালের শিক্ষাবর্ষে যুক্ত হওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় এ বছরের ১২ ডিসেম্বর।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করবে। দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও। বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে। ভর্তি ফি লাগবে না। মেক্সট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
বাংলাদেশসহ জাপানের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা দক্ষতা স্কোর জমা দিতে হবে। স্নাতকোত্তরের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করা যাবে। প্রতি বছরের সেপ্টেম্বরে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় ডিসেম্বর পর্যন্ত। তবে কোনো কোনো বছর এর ব্যতিক্রমও হয়েছে।
২০২৫ সালের শিক্ষাবর্ষে যুক্ত হওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় এ বছরের ১২ ডিসেম্বর।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।
বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।
এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।