logo
বিদেশে উচ্চশিক্ষা

সিঙ্গাপুরে নানইয়াং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
সিঙ্গাপুরে নানইয়াং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, আবেদন শুরু

নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় দেশটির দ্বিতীয় প্রাচীনতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্কিংয়ে এনটিইউ প্রায়ই বিশ্বের শীর্ষ ৩০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়। প্রতি বছরই তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দেয়।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সিঙ্গাপুরে নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বার্ষিক জীবনযাপন ভাতা হিসেবে শিক্ষার্থীদের সাড়ে ৬ হাজার সিঙ্গাপুর ডলার (৫ লাখ ৯৮ হাজার ২৯৭ টাকা) দেওয়া হবে। বাসস্থান ভাতা হিসেবে থাকছে ২ হাজার সিঙ্গাপুর ডলার (১ লাখ ৮৪ হাজার ৯১ টাকা)। এর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলির অধিকারী হতে হবে। ৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি, পাসপোর্ট সাইজের ছবি ও রিকমেন্ডেশন লেটার লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে।

২০২৫-এর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ স্কলারশিপের সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

১০ দিন আগে

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৫ দিন আগে

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।

১৫ দিন আগে

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।

১৬ দিন আগে