logo
বিদেশে উচ্চশিক্ষা

ভিয়েতনামে বিনা খরচে উচ্চশিক্ষা, আবেদন করুন এই স্কলারশিপে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
ভিয়েতনামে বিনা খরচে উচ্চশিক্ষা, আবেদন করুন এই স্কলারশিপে

ভিয়েতনামে পড়াশোনা করতে চান? প্রতি বছর আবেদনের সুযোগ দেয় দেশটির টন ডুক থাং বিশ্ববিদ্যালয় (টিডিটিইউ)। এর আওতায় বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণ করা যাবে ভিয়েতনাম থেকে। এমনকি ফুল ফ্রি স্কলারশিপ না পেলেও আপনি পেতে পারেন অর্ধেক খরচের সুবিধা।

ভিডিওতে দেখুন

এই বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। টিডিটিইউ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ভিয়েতনামের হো চি মিন সিটিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ২৩ হাজার ৫০০ জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্ত করেছে।

টন ডুক থাং ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক স্নাতকদের একটি ব্যতিক্রমী শিক্ষামূলক যাত্রা শুরুর আমন্ত্রণ জানায়। প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীরাও চাইলে এই স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়টিকে করতে পারবেন স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি।

এ বছর সম্পূর্ণ অর্থায়িত স্নাতক বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

টিডিটিইউ ভিয়েতনাম স্কলারশিপ হলো একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ, যা আন্তর্জাতিক ছাত্রদের সম্পূর্ণ টিউশন ফি এবং থাকার ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আংশিক বৃত্তিও প্রদান করে। এখানে পড়তে আপনি বিভিন্ন বিষয় খুঁজে পাবেন। এ ছাড়া গবেষণায় রয়েছে বেশ সুবিধা। গবেষণা বিষয় অনুযায়ী বিশেষ ভাতার ব্যবস্থা থাকবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

সারা বিশ্ব থেকে আবেদনকারীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রি বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই একটি ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। ডক্টরাল ডিগ্রি স্কলারশিপের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের একটি চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে।

যেসব আবেদনকারী ইংরেজি-ভাষী দেশ থেকে নয় তাদের অবশ্যই আইইএলটিএস ফলাফল প্রদান করতে হবে, যা ন্যূনতম ৫.৫ বা তার বেশি হওয়া উচিত। আবেদনকারীদের এই স্কলারশিপ কর্তৃপক্ষের ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন পরীক্ষাও দিতে পারে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শেষদিকে এবং মাঝামাঝি অনলাইনে আবেদন আহ্বান করে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্পিং সিজন ও ফল সিজনের জন্য এই সুযোগ দেওয়া হয়। আবেদন করতে ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আপনি বিভিন্ন তথ্য দেবেন।

আগামী স্প্রিং সেমিস্টারের জন্য এ বছর এরই মধ্যে স্নাতক বৃত্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১৩ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫