logo
বিদেশে উচ্চশিক্ষা

বিনা খরচে ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষা, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিনা খরচে ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষা, আবেদন করুন আজই

প্রতি বছর বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর মধ্যে সেবেলাস মারেত ইউনিভার্সিটি (ইউএনএস) অন্যতম। বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপের আওতায় বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ দিয়ে থাকে। এ ছাড়া আরও কিছু সুযোগ–সুবিধা রয়েছে এর আওতায়।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য পৃথক ভাতার ব্যবস্থা রয়েছে। এ বৃত্তি পেলে নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির ভাষা শেখা ও স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। জীবনযাত্রার খরচের জন্য নির্দিষ্ট ভাতাও দেওয়া হয়। থাকছে স্বাস্থ্যবীমাও।

স্নাতক বৃত্তি ৮ সেমিস্টার, স্নাতকোত্তর ৪ সেমিস্টার ও পিএইচডি ৬ সেমিস্টারের হয়ে থাকে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইন্দোনেশিয়ার বাইরের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য আগ্রহী হতে হবে। কোনো ধরনের অপরাধে দোষী সাব্যস্ত কেউ আবেদন করতে পারবেন না।

টোফেলের জন্য পরিবেশবিজ্ঞানে ন্যূনতম ৪৫০, সামাজিক বিজ্ঞানে ৫০০ অথবা একাডেমিক ভাষা দক্ষতা পরীক্ষায় সমতুল্য স্কোর থাকতে হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়টির বক্তৃতায় অংশগ্রহণের জন্য ইন্দোনেশিয়ান ভাষা কোর্স সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সাম্প্রতিক তোলা ছবি, ন্যূনতম ১৮ মাসের মেয়াদসহ পাসপোর্টের রঙিন কপি, স্নাতকের প্রশংসাপত্র (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়), একাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়), স্বাস্থ্যের সার্টিফিকেট, প্রদত্ত টেমপ্লেট অনুযায়ী সিভি জমা ও ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গিয়ে অফার লেটার ডাউনলোড করতে হবে। এরপর তালিকা থেকে প্রার্থীরা তাঁদের পছন্দের প্রোগ্রামটি নিশ্চিত করবেন। আপলোড বিভাগে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। বাছা্ইয়ের পরে প্রার্থীকে চিঠির মাধ্যমে জানানো হবে।

সাধারণত প্রতি বছরের জুলাইয়ে এই স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদনের শেষ সময় দেওয়া হয় সেপ্টেম্বরে। এ বছর আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

১২ দিন আগে

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৬ দিন আগে

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।

১৭ দিন আগে

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।

১৭ দিন আগে