logo
বিদেশে উচ্চশিক্ষা

সৌদি আরবে বিনা খরচে উচ্চশিক্ষা, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদি আরবে বিনা খরচে উচ্চশিক্ষা, আবেদন করুন আজই

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রতি বছর দেওয়া হয় স্কলারশিপ। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এতে পড়াশোনার খরচের বাইরেও কিছু ভাতা পাবেন। বিশ্ববিদ্যালয়টিতে ১৭টি বিষয়ের ওপর মাস্টার্স ও পিএইচডি ফেলোশিপের সুযোগ দেওয়া হয়।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। তবে আবেদন কখন পর্যন্ত করা যাবে তা উল্লেখ করা হয়নি।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্ধারিত ডিগ্রির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ভর্তির শিক্ষা কার্যক্রম শেষ হলে সম্পূর্ণ বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে। লিভিং স্টাইপেন্ড হিসেবে বার্ষিক ২০ হাজার ডলার (২৩ লাখ ৮৮ হাজার টাকা) বা ৩০ হাজার ডলার (৩৫ লাখ ৭০ হাজার টাকা) দেওয়া হবে। থাকছে মেডিকেল ও ডেন্টাল সুবিধাও। ভিসা সুবিধা দেওয়া হবে এর আওতায়। পিএইচডি ফেলোশিপে এই ভাতা আরও বাড়বে।

ফলিত গণিত ও কম্পিউটেশনাল সায়েন্স, রাসায়নিক বিজ্ঞান, জৈব প্রকৌশল, কম্পিউটার সায়েন্স ও মেরিন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে থাকা বিষয়ে পড়তে পারবেন। এই ফেলোশিপের থিসিসসহ মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডির মেয়াদ ৪ বছর।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই আইইএলটিএস বা টোফেলের প্রমাণ দিতে হবে। ফেলোশিপে ভর্তিতে জিআরই বাধ্যতামূলক নয়। ফেলোশিপে রিসার্চ পেপার থাকতে হয়।

৬টি তথ্য যুক্ত করতে হবে। যেমন, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, বিবৃতির কপি, সিভি, বৈধ পাসপোর্টের কপি, তিনটি রিকমেন্ডেশন লেটার, টোফেলে ৭৯ অথবা আইইএলটিএসে ৬ দশমিক ৫ ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথি সম্পর্কে বিশদ বিবরণের কপি।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ের জন্য ফেলোশিপের আবেদন করার সুযোগ দেওয়া হয়। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ থাকে প্রতিবছর। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। চলছে আবেদন প্রক্রিয়া

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানেএখানে

আরও পড়ুন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

১২ দিন আগে

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৬ দিন আগে

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।

১৭ দিন আগে

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।

১৭ দিন আগে