logo
বিদেশে উচ্চশিক্ষা

মেক্সট স্কলারশিপ: জাপানে বিনা খরচে পড়ার সুযোগ

এ স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই দেশটির টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য তিন বছর।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
মেক্সট স্কলারশিপ: জাপানে বিনা খরচে পড়ার সুযোগ

বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছরই বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে জাপান। এর মধ্যে বেশ আলোচিত স্কলারশিপ হলো ‘মেক্সট স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় প্রতি বছর বিদেশিদের বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দেয় জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টাইটেক)।

এ স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি ছাড়াই দেশটির টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য তিন বছর।

আগে জেনে নিন সুবিধাগুলো

আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। লাগবে না ভর্তি ফিও। মওকুফ করা হবে টিউশন ফি। আসা-যাওয়ার জন্য থাকছে বিমানভাড়া। এ ছাড়া মাসিক উপবৃত্তি ব্যবস্থাও রয়েছে। মাস্টার্স ডিগ্রির জন্য মাসে ১ লাখ ৪৭ জাপানি ইয়েন (১ লাখ ২৪ হাজার ৯২৭ টাকা)। আর পিএইচডি ডিগ্রির জন্য থাকছে মাসে ১ লাখ ৪৮ হাজার জাপানি ইয়েন (১ লাখ ২৫ হাজার ৭৭২ টাকা)।

পড়তে পারবেন বিজ্ঞান স্কুলের অধীনে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, বিশ্ব এবং গ্রহ বিজ্ঞান; স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স; স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির অধীনে আর্কিটেকচার ও বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক ও মানব বিজ্ঞানে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই সর্বশেষ ডিগ্রি নেওয়া প্রোগ্রামে ৩ দশমিক ৭ (মোট সিজিপিএ ৪.০০-এর মধ্যে) বা তার বেশি গ্রেড অর্জন করতে হবে। বয়স ৩৪ বছরের নিচে হতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস বা জাপানি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সমতুল্য একাডেমিক যোগ্যতা থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছর খুব অল্প সময় দেওয়া হয় আবেদনের জন্য। সাধারণত বছরের সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে শেষ হয় নভেম্বর নাগাদ। আবেদন করা যায় অনলাইনে। সেক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া তথ্য ভালো করে পড়ে নিন। সম্মিলিত মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি ৩ বছর, মাস্টার্স ডিগ্রি ২ বছর আর পিএইচডি ডিগ্রির মেয়াদকাল ৩ বছর।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

দেশের বাইরে মাস্টার্স করতে চাইলে…

দেশের বাইরে মাস্টার্স করতে চাইলে…

কানাডা ও ইউরোপে সাংস্কৃতিক অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় পড়াশোনার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে স্কলারশিপ কিংবা আর্থিক সহায়তার সুযোগ কম। তবে বিশ্ববিদ্যালয়ে স্নাতক গবেষণা বা শিক্ষকতা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

আইইএলটিএস ছাড়াই পড়তে পারবেন অস্ট্রিয়ার যেসব বিশ্ববিদ্যালয়ে

আইইএলটিএস ছাড়াই পড়তে পারবেন অস্ট্রিয়ার যেসব বিশ্ববিদ্যালয়ে

অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলো সর্বদা বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ সারিতে থাকে। বর্তমানে অস্ট্রিয়ায় পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে অনেকেই আইইএলটিএস ছাড়াই পড়তে যেতে চান দেশটিতে। তাদের জন্য রয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তথ্য।

বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্ট লাগবেই

বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্ট লাগবেই

বিদেশে উচ্চশিক্ষায় নিজেকে যোগ্য করে গড়ে তোলা যেমন জরুরি, তেমন জরুরি এসব ডকুমেন্ট জোগাড় করে রাখা। আজ আলোচনা করা যাক সেসব প্রয়োজনীয় জিনিস নিয়েই।

অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, যেসব বিষয়ে পড়বেন

অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, যেসব বিষয়ে পড়বেন

অস্ট্রেলিয়ার বিখ্যাত খনিজ সম্পদ গবেষক ইমেরিটাস প্রফেসর ওডউইন জোনসের সম্মানে তাঁর নামে এই বৃত্তির নামকরণ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তিটি নিয়ে পিএইচডি করা যাবে। মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই বৃত্তি দেয়।