logo
বিদেশে উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
অস্ট্রেলিয়ায় ওডউইন জোনস স্কলারশিপ, আবেদন করুন আজই

বিনা খরচে অস্ট্রেলিয়ায় পিএইচডি করার সুযোগ থাকছে ওডউইন স্কলারশিপে। খনিজ সম্পদ নিয়ে গবেষণায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীরা এর আওতায় পিএইচডি করতে পারবেন মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। প্রতি বছরই এই স্কলারশিপ দিয়ে থাকে এই ইনস্টিটিউট।

অস্ট্রেলিয়ার বিখ্যাত খনিজ সম্পদ গবেষক ইমেরিটাস প্রফেসর ওডউইন জোনসের সম্মানে তাঁর নামে এই বৃত্তির নামকরণ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তিটি নিয়ে পিএইচডি করা যাবে। মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই বৃত্তি দেয়।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। এবার আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ বছরে মোট ৪০ হাজার ৭৩৯ অস্ট্রেলিয়ান ডলার স্টাইপেন্ড দেওয়া হয়। গবেষণার অন্যান্য খাতের খরচ বহন করা হয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীদের খনিজ পদার্থ সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং সেশন ও সেমিনারে বিনা মূল্যে অংশ নেওয়ার সুযোগ থাকে।

অর্থনৈতিক খনিজ সম্পদের আবিষ্কারের হার বৃদ্ধি, খনি শিল্প থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ হ্রাস এবং মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্তমান গবেষণা অগ্রাধিকারের পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য বিষয় নিয়ে করা যাবে পিএইচডি।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ওডউইন জোনস স্কলারশিপে পিএইচডি সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে যেসব শিক্ষার্থী গবেষণা ও উদ্ভাবনীতে আগ্রহী, সেসব প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হয়। আইইএলটিএস স্কোর, স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও গবেষণার বিষয় সম্পর্কে প্রার্থীর ধারণা রয়েছে এমন দুটি একাডেমিকের রেফারেন্স থাকতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত অনলাইনেই আবেদন করতে হয়। তবে ইমেইলে বার্তা পাঠালে এ ব্যাপারে জানানো হয় বিস্তারিত। ইনস্টিটিউট ছাড়াও আবেদনের তথ্য থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রতি বছর জুলাই থেকেই এই আবেদন শুরু হয়ে থাকে। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। এবার আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২ দিন আগে

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে শতভাগ স্কলারিশপ

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে শতভাগ স্কলারিশপ

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ এসেছে। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।

২ দিন আগে

আমেরিকার ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের সুযোগ

আমেরিকার ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের সুযোগ

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা–সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে।

৩ দিন আগে

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশি আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ বলেছেন, “জার্মানিতে পড়তে যেতে চায় এমন হাজার হাজার সৎ শিক্ষার্থী আছে, কিন্তু যারা ভুল বা ভুয়া নথি জমা দেয় তারা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করে।”

৮ দিন আগে