বিডিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়! আর তা যদি হয় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশিদের ফেলোশিপ দিয়ে থাকে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। নয় মাস মেয়াদি ফেলোশিপের আওতায় থাকছে নানা সুবিধা।
বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করছেন, তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় প্রতি বছর ৫০টি ফেলোশিপ দেওয়া হয়।
এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের অধীনে কোর্সের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩ অক্টোবর।
আগে জেনে নিন সুবিধাগুলো
আমেরিকার হার্ভার্ড রেডক্লিফ ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী তাঁর ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। এর আওতায় জে-১ ভিসা প্রদান করা হবে। উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ডলারও দেওয়া হয়। ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোশিপ পাওয়া ব্যক্তিরা।
ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং শিশুর ডে-কেয়ার সুবিধা থাকবে এই বৃত্তির আওতায়। বিজ্ঞান, প্রকৌশল, গণিত ও ক্রিয়েটিভ আর্টসের বিভিন্ন বিষয়ে ফেলোশিপ পাওয়া যাবে। এককভাবে কিংবা দুজন এক সঙ্গে ফেলোশিপ পেতে পারেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে।
বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের ৩টি মুভিং ইমেজ, ফিকশন বা নন–ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
সাধারণত বছরের মাঝামাঝি সময় এই স্কলারশিপের আবেদন শুরু হয়। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, ক্রিয়েটিভ আর্টস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা করে আবেদনের শেষ সময় উল্লেখ করা থাকে। আবেদন করা যায় অনলাইনে।
এ বছর বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩ অক্টোবর পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে না পড়তে চায়! আর তা যদি হয় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশিদের ফেলোশিপ দিয়ে থাকে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের র্যাডক্লিফ ইনস্টিটিউট। নয় মাস মেয়াদি ফেলোশিপের আওতায় থাকছে নানা সুবিধা।
বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করছেন, তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় প্রতি বছর ৫০টি ফেলোশিপ দেওয়া হয়।
এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের অধীনে কোর্সের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩ অক্টোবর।
আগে জেনে নিন সুবিধাগুলো
আমেরিকার হার্ভার্ড রেডক্লিফ ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থী তাঁর ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। এর আওতায় জে-১ ভিসা প্রদান করা হবে। উপবৃত্তি হিসেবে প্রকল্পের ব্যয় মেটাতে ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৯৩ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া ৫ হাজার ডলারও দেওয়া হয়। ইনস্টিটিউটে অফিস, স্টুডিও স্পেস পাবেন ফেলোশিপ পাওয়া ব্যক্তিরা।
ভিজিটিং ফেলো হিসেবে হার্ভার্ডে পূর্ণকালীন কাজের সুযোগসহ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আবাসন ও অ্যাথলেটিক সুবিধা প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং শিশুর ডে-কেয়ার সুবিধা থাকবে এই বৃত্তির আওতায়। বিজ্ঞান, প্রকৌশল, গণিত ও ক্রিয়েটিভ আর্টসের বিভিন্ন বিষয়ে ফেলোশিপ পাওয়া যাবে। এককভাবে কিংবা দুজন এক সঙ্গে ফেলোশিপ পেতে পারেন।
আবেদনে লাগবে যে যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া স্বনামধন্য জার্নালে বা সম্পাদিত কাজের একটি মনোগ্রাফ বা কমপক্ষে দুটি প্রকাশিত নিবন্ধ থাকতে হবে।
বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের প্রার্থীদের ফেলো হিসেবে যুক্ত হওয়ার কমপক্ষে দুই বছর আগে সংশ্লিষ্ট প্রকল্পে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, স্বনামধন্য জার্নালে কমপক্ষে পাঁচটি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
ক্রিয়েটিভ আর্টসের আবেদনকারীদের মধ্যে ফিল্ম অ্যান্ড ভিডিও বিষয়ের প্রার্থীদের ন্যূনতম ১৫ মিনিটের ভিডিও, ভিজ্যুয়াল আর্টসের প্রার্থীদের ৩টি মুভিং ইমেজ, ফিকশন বা নন–ফিকশনের প্রার্থীদের সম্প্রতি প্রকাশিত বইয়ের, ছোটগল্প বা কোনো আর্টিকেলের প্রায় ৩০ পৃষ্ঠার স্ক্রিপ্ট, এক বা একাধিক প্রকাশিত বই, কবিতা, জার্নালিজমের প্রার্থীদের প্রকাশিত আর্টিকেলের ৩০ পৃষ্ঠা, নাটকের প্রার্থীদের ১০টি নাটক, মিউজিক কম্পোজিশনের প্রার্থীদের সাম্প্রতিক কম্পোজিশন করা কিছু সাবমিট করতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
সাধারণত বছরের মাঝামাঝি সময় এই স্কলারশিপের আবেদন শুরু হয়। বিজ্ঞান, প্রকৌশল ও গণিত, ক্রিয়েটিভ আর্টস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের জন্য আলাদা করে আবেদনের শেষ সময় উল্লেখ করা থাকে। আবেদন করা যায় অনলাইনে।
এ বছর বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩ অক্টোবর পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।
এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০ দিন আগে