logo
বিদেশে উচ্চশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: নিজেকে যোগ্য করে তুলবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিদেশে উচ্চশিক্ষা: নিজেকে যোগ্য করে তুলবেন যেভাবে
উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকা দরকার।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এর বিপরীতে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। এ জন্য বিদেশে উচ্চশিক্ষায় এখন প্রতিযোগিতা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব বিষয় সম্পর্কে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণা থাকা দরকার। কোথায় পড়াশোনা করবেন, তা ঠিক করার আগে তিনটি বিষয় মাথায় রাখুন–

১. কীভাবে পড়াশোনা করেছেন এবং বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে কী করতে চান?

২. পছন্দের বিষয়।

৩. ব্যক্তিগত লক্ষ্য, কোর্স খরচ এবং ভর্তির যোগ্যতা।

এবার জেনে নিন নিজেকে যোগ্য করে তুলতে প্রয়োজনীয় কিছু বিষয় সম্পর্কে।

ভাষা দক্ষতা

যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে আইইএলটিএস, টোফেল, স্যাট অথবা জিআরই। এ জন্য নিজেকে ইংরেজিতে আরও পারদর্শী করে তুলুন। ইংরেজিতে কথা বলা, বক্তব্য শোনা, বিভিন্ন নিবন্ধ পড়া ও লেখায় নিজেকে যুক্ত করুন। এগুলো প্রাত্যহিক কাজের অংশ বানিয়ে ফেলুন।

জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ের মতো ইউরোপীয় দেশে ভাষার দক্ষতা দরকার হতে পারে। বিশেষ করে জার্মানির মতো দেশে পড়ার সুযোগ নিতে হলে জার্মান ভাষা জানতে হবে। এ জন্য যে দেশে যেতে চান সেই দেশের ভাষা রপ্ত করতে পারলে আপনি নিজেকে আরও যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবেন।

বর্তমান পড়াশোনাটা ঠিক রাখুন

একাডেমিক রেজাল্টের দিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এক্সট্রা কারিকুলামের দিকেও দৃষ্টি দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরের দেশের শিক্ষার্থীর বিদেশ ভ্রমণকে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়। যত পারবেন ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বিভিন্ন প্রতিষ্ঠানের ভলান্টিয়ার হোন। সহশিক্ষা কার্যক্রম বেশ কাজে দেয়। যে কাজটা ভালো পারেন সেই কাজের কিছু অভিজ্ঞতা অর্জন করলে ভালো। মানুষের সঙ্গে যোগাযোগ দক্ষতা বাড়ান।

ভালো স্কলারশিপ পেতে হলে সিজিপিএ ৩.৫০ রাখার চেষ্টা করুন। আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি নিতে যান সেক্ষেত্রে রিসার্চ পেপার পাবলিশ থাকলে ভালো।

গবেষণায় যুক্ত থাকুন

গবেষণা প্রবন্ধ বা আর্টিকেল দক্ষতা এবং একাডেমিক ক্ষেত্রের জ্ঞান প্রদর্শনের অন্যতম মাধ্যম। স্কলারশিপে আবেদনকারীর পূর্ববর্তী গবেষণামূলক কাজের পর্যালোচনা করে স্কলারশিপ প্রদানকারী সংস্থা বা বিশ্ববিদ্যালয় প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করে। আন্তর্জাতিক সম্মেলন বা জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ শিক্ষার্থীর প্রোফাইলে একটি শক্তিশালী সংযোজন। গবেষণা প্রবন্ধের মাধ্যমে শিক্ষার্থী প্রমাণ করতে পারে যে, সে একটি নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে কাজ করেছে এবং সেই বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

খোঁজ রাখুন নিয়মিত

বিদেশে পড়ার ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এসব বিষয়ে খোঁজখবর পাওয়ার জন্য বাংলাদেশে অবস্থিত সেসব দেশের দূতাবাসে খোঁজ নিতে হবে। তা ছাড়া কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যারা আগে সেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং তারা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছেন তা অনুসরণ করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো রয়েছেই। এতে করে এগিয়ে থাকতে পারবেন বাকিদের চেয়ে।

আরও পড়ুন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

১১ দিন আগে

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৬ দিন আগে

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে তৎপর

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।

১৭ দিন আগে

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।

১৭ দিন আগে