logo
প্রবাসের খবর

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৬ জানুয়ারি ২০২৫
Copied!
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা ও দোয়া মাহফিল। ছবি: জাহিদ হোসেন জনি

আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুবের স্মরণে কুয়েতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে কুয়েতস্থ ফেনীবাসীর উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী হুমায়ুন কবির আলী।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের উপদেষ্টা ফয়েজ কামাল, আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, প্রবাসী সংগঠক যথাক্রমে, বিলাল উদ্দিন, ইমাম উদ্দিন বাদল, শেখ নাসের, সুরুক মিয়া, আলা উদ্দিন আলা, তৌহিদুল আলম চৌধুরী, ফারুক আনন্দ প্রমুখ।
এ ছাড়াও ছিলেন সিনিয়র সাংবাদিক আল-আমিন রানা, আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন প্রবাসী সংগঠক সাজ্জাদ নিয়াজী।

তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব। প্রায় তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি।

২৯ ডিসেম্বর (২০২৪) ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পাড়া এলাকার নিজ বাসায় মোহাম্মদ ইয়াকুব মারা যান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন সম্পন্ন হয়।

প্রয়াত মোহাম্মদ ইয়াকুবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে কমিউনিটির নেতারা বলেন, কুয়েতেপ্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরে নিয়মিত সংবাদ প্রচার করতেন গুণী এই গণমাধ্যম ব্যক্তিত্ব।
তারা বলেন, সাংবাদিক ইয়াকুব তার কর্মে বেঁচে থাকবেন অনন্তকাল।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতারা।

আরও পড়ুন

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে