logo
প্রবাসের খবর

উর্বশীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জানুয়ারি ২০২৫
Copied!
উর্বশীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস
উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রাম

বলিউডের আলোচিত ও সমালোচিত তারকা উর্বশী রাউতেলার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ কয়েক মাস আগে ফাঁস হয়েছিল। ২৩ সেকেন্ডের এ ভিডিও নিয়ে তখন বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। অনেকে মনে করেছিলেন, ভিডিওটি উর্বশীর অনুমতি ছাড়া ধারণ করা হয়েছে। কয়েক মাসের ব্যবধানে জানা গেল, তা হয়নি। এই ভিডিও ধারণের ক্ষেত্রে উর্বশীর সম্মতি ছিল।

খবর হিন্দুস্তান টাইমসের।

Urvashi Rautela 3

ফাঁস হওয়া সেই ভিডিও নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন উর্বশী। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, সিনেমাটি নিয়ে যদি কোনো আলোচনা তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।’

Urvashi Rautela 4

কথা প্রসঙ্গে উর্বশী বলেছেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে নির্মাতারা এসে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের। আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এ জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কি না। আর প্রযোজকদের কথা ভেবে প্রমোশনের জন্য এমনটা করি। এটা ছিল “ঘুষপেটিয়া” সিনেমার দৃশ্যের।’

Urvashi Rautela 5

এদিকে নতুন বছরের শুরুতেই উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। ‘ডাকু মহারাজ’ ছবির একটি গানের দৃশ্যে উপস্থাপন নিয়ে এ আলোচনা। উর্বশী কিছু করবেন আর বিতর্ক হবে না, তা কি হয়! ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামে একটি গানে উর্বশীর নাচের ভঙ্গিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে প্রবল সমালোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২ জানুয়ারি মুক্তি পায় ‘দাবিডি দিবিডি’ গানটি। এটি প্রকাশ্যে আসার পর থেকেই রোষানলে পড়েন উর্বশী রাউতেলা।

Urvashi Rautela

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার হাত ধরে বলিউডে পথচলা শুরু উর্বশী রাউতেলার। তবে তাঁর ক্যারিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। বরাবরই নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হয়েছেন উর্বশী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১১ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৯ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

২০ ঘণ্টা আগে