logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ১৫

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জুন ২০২৫
Copied!
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ১৫
মালয়েশিয়ার পেরাক রাজ্যের গেরিক-জেলি সড়কে বাসের সঙ্গে সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত মিনিভ্যানটি। ছবি: এএফপি

মালয়েশিয়ার উত্তরে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। আজ সোমবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপির।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছে।

পেরাক রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এবং বাকিরা বাসের ভেতরেই আটকা পড়ে যায়।

কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোয় প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারায়।

আরও দেখুন

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

১৮ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

৩ দিন আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

৩ দিন আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

৪ দিন আগে