বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ার উত্তরে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। আজ সোমবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপির।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছে।
পেরাক রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এবং বাকিরা বাসের ভেতরেই আটকা পড়ে যায়।
কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোয় প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারায়।
মালয়েশিয়ার উত্তরে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। আজ সোমবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপির।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছে।
পেরাক রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এবং বাকিরা বাসের ভেতরেই আটকা পড়ে যায়।
কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোয় প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারায়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।