
বিডিজেন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) রাতে নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ডেলফট টাউন থেকে ৫ জন বাংলাদেশি জ্যাকবডাল যাওয়ার পথে একটি গ্রামীণ রাস্তায় তাদের গাড়ি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মোহাম্মদ রানা ও আবদুল নামে দুজন প্রবাসী মারা যান।
গুরুতর আহত অন্য ৩ জন হলেন মানিক, সুমন ও সোহাগ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বাকিদের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) রাতে নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ডেলফট টাউন থেকে ৫ জন বাংলাদেশি জ্যাকবডাল যাওয়ার পথে একটি গ্রামীণ রাস্তায় তাদের গাড়ি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মোহাম্মদ রানা ও আবদুল নামে দুজন প্রবাসী মারা যান।
গুরুতর আহত অন্য ৩ জন হলেন মানিক, সুমন ও সোহাগ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বাকিদের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে গানের পাশাপাশি সলিল চৌধুরীর ভাবনা, দর্শন ও সৃজনযাত্রা নতুনভাবে ধরা দেয় শ্রোতা–দর্শকদের সামনে।
কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকীর আনন্দ–আড্ডায় তার কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা। সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান।
১৯৯৪ সালে ‘প্রবাস’ নামে যে সংগঠনটির জন্ম, কালের পরিক্রমায় সেই সংগঠন আজ বাংলাদেশ ক্লাব, জেনেভা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিকে সুইজারল্যান্ডে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে।