logo
প্রবাসের খবর

মুক্তির আগেই সালমানের ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ মার্চ ২০২৫
Copied!
মুক্তির আগেই সালমানের ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড
সিকান্দার সিনেমায় সালমান খান ও রাশমিক মান্দানা। ছবি: সংগৃহীত

ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ (রোববার) ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিল সিকান্দার! ইতিমধ্যে ছবিটির বড়সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ইতিমধ্যেই ৯ কোটি ৩০ লাখ রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

গত বুধবার (২৬ মার্চ) থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩ কোটি ৯৫ লাখ। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩ কোটি ৯৮ লাখ। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।

উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা, তা বলার বাকি রাখে না।

রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে। টাইগার থ্রির মতো সিকান্দার নির্মাতারাও নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তির দিন বেছে নিয়েছেন।

তবে বলিউড বিশেজ্ঞরা বলছেন, সালমান খান এবং এ আর মুরুগাদোসের প্রথম প্রজেক্টের অগ্রিম বুকিংয়ে আরও ভালো গতি দেখাতে হবে। বর্তমান প্রবণতা অনুযায়ী, অ্যাকশন ড্রামাটি শীর্ষ ৩টি সিনেপ্লেক্সে ২ লাখের অগ্রিম বিক্রির নিচে থাকতে পারে। যা বলিউড ভাইজানের শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রির চেয়ে অনেক কম।

টাইগার থ্রি শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স ৩ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি করেছিল এবং ভারতীয় বক্স অফিসে শুরুর দিনে ৪১ কোটি রুপির বেশি আয় করেছিল। যদি সিকান্দার অগ্রিম আয়ে ওপরের দেওয়া তথ্যের মধ্যে থাকে তাহলে এটি ভারতে ৩১ কোটি রুপির নেট দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে। শুরুর দিনের আয় মন্দ না হলেও, সালমান খানের ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে মানানসই নয়। তবে মুক্তির দিন স্পট বুকিং, ওয়াক-ইন ও দর্শকদের অভ্যর্থনার ওপর নির্ভর করে এই দৃশ্যের পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন দমনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু অবৈধ নয়, অনেক ক্ষেত্রে বৈধভাবে থাকা অভিবাসীরাও দেশটির প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন।

১ দিন আগে

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান। ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন তিনি।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ও কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না

যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ও কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না

যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে।

৩ দিন আগে

নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

নির্দিষ্ট খাতে বিদেশি কর্মী কোটার আবেদন আবার চালু করছে মালয়েশিয়া সরকার

সাইফুদ্দিন বলেন, আগে নিয়োগকর্তা, এজেন্ট যে কেউ আবেদন করতে পারতেন। এখন, আর না। খাত এবং উপ-খাতের শিল্প মালিকদের প্রথমে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশী কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত কারিগরি কমিটির কাছে আবেদন জমা দিতে হবে, যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিবরা থাকবেন।

৪ দিন আগে