logo
প্রবাসের খবর

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী রিয়াদে তাঁর সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত সৌদি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌদি আরবের মন্ত্রীও বাংলাদেশের প্রতি তাঁর দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে জানান, সৌদি যুবরাজও বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।

সৌদি মন্ত্রী দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়ে রাষ্ট্রদূতকে সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাধা ও সুযোগসমূহ চিহ্নিত করতে নির্দেশনা দেন।

সামুদ্রিক ও কৃষিজাত পণ্য খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

WhatsApp Image 2025-02-11 at 16.09.07_38b643e9

রাষ্ট্রদূত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিংয়ের একটি কপি বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

মন্ত্রী উদ্যোগটির প্রশংসা করে জানান, তার মন্ত্রণালয় এটি বিশদভাবে বিশ্লেষণ করবে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কীভাবে এটি বাস্তবায়ন করা যায় তা নিয়ে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে পারে বলে মতামত দেন।

মন্ত্রী রাষ্ট্রদূতকে সৌদি বিজনেস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার এবং বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ ও চাহিদা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করতে অনুরোধ করেন।

তিনি বাংলাদেশের যেকোনো অর্থনৈতিক বা বাণিজ্যসংক্রান্ত সমস্যার সমাধানে তার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগ উন্মোচনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এস এম নাজমুল হাসান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮৬, ত্রাণবাহী ট্রাকে জান্তা বাহিনীর গুলি

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮৬, ত্রাণবাহী ট্রাকে জান্তা বাহিনীর গুলি

ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।

১০ ঘণ্টা আগে

গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।

১১ ঘণ্টা আগে

ভিসা আবেদনকারীদের সামাজিকমাধ্যম নজরদারির নির্দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

ভিসা আবেদনকারীদের সামাজিকমাধ্যম নজরদারির নির্দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

১১ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে