বিডিজেন ডেস্ক
রমজানের প্রথম ১০ দিনে বিভিন্ন দেশ থেকে আসা ৩৩ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। মূলত ভিক্ষার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কর্তৃপক্ষ বলছে, অভিযানটি কৌশলগত অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি ও ফরেইনার অ্যাফেয়ার্স, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ), দুবাই মিউনিসিপ্যালিটি, ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট ও আল-আমিন সার্ভিস।
সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কর্মকর্তা কর্নেল আহমেদ আল ওদাইদি বলেন, অব্যাহত অভিযান ও গ্রেপ্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ভিক্ষুকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
এদিকে রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দিন আগে ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রমজানের প্রথম ১০ দিনে বিভিন্ন দেশ থেকে আসা ৩৩ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। মূলত ভিক্ষার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কর্তৃপক্ষ বলছে, অভিযানটি কৌশলগত অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি ও ফরেইনার অ্যাফেয়ার্স, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ), দুবাই মিউনিসিপ্যালিটি, ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট ও আল-আমিন সার্ভিস।
সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কর্মকর্তা কর্নেল আহমেদ আল ওদাইদি বলেন, অব্যাহত অভিযান ও গ্রেপ্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ভিক্ষুকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
এদিকে রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দিন আগে ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈদের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ ব্রিটিশ টিকিটধারীদের হতাশ করে জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারের জ্যাকপটের অর্থের পরিমাণ ছিল এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি।
কানাডার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের সংকট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ২০২০ সালের করোনাভাইরাস মহামারির সময়কার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার (২৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না।