logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। তবে অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেবেন। শনিবার (১৮ জানুয়ারি)
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

আগামীকাল সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন টিকটকের সিইও শাও জি চিউ।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সোমবার আমি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ৯০ দিনের এই নিষেধাজ্ঞা অব্যাহতি রোববার (ট্রাম্পের শপথ গ্রহণের আগের দিন) থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে সামলাতে হবে। এটি একটি খুব বড় বিষয়।’

যুক্তরাষ্ট্রে ১৭ কোটিরও বেশি টিকটক ব্যবহারকারী রয়েছেন। অ্যাপটির মালিকানা চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্স। আর এ নিয়েই অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রশাসনের। তাদের দাবি, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।

এ রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানায়, টিকটকের সেবা চালু রাখার প্রয়োজনীয় স্পষ্টতা এবং নিশ্চয়তা প্রদানে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস ও বিচার বিভাগ।

নিষেধাজ্ঞার সময়সীমা শুরুর আগেই টিকটক বন্ধ হয়ে যাওয়া নিয়ে গতকাল শনিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, টিকটকের ‘অন্ধকারে চলে যাওয়া’ কেবল চমক সৃষ্টির একটি কৌশল। টিকটক বা কোনো কোম্পানি নিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই, কেন না এর আগেই ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট ও সরাসরি জানিয়েছি। এই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পড়বে পরবর্তী প্রশাসনের ওপর। তাই টিকটক এবং অন্য কোম্পানিকে কোনো প্রয়োজনে পরবর্তী প্রশাসনের সঙ্গে আলোচনা করা উচিত।’

আরও দেখুন

হোয়াইট হাউসে ১৮ নভেম্বর ট্রাম্প-সৌদি যুবরাজের বৈঠক

হোয়াইট হাউসে ১৮ নভেম্বর ট্রাম্প-সৌদি যুবরাজের বৈঠক

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।

২৪ মিনিট আগে

বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।

৩ ঘণ্টা আগে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

২ দিন আগে