
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

স্তন ক্যানসারের সচেতনতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহের অনুষ্ঠান (পিঙ্ক ব্লুম পার্টি-ব্রেস্ট ক্যানসার রিসার্চ ফান্ড রাইজার)
ডিজি টেক ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল আশা, সচেতনতা ও সহমর্মিতার এক অনন্য উৎসব।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যাম্বেলটাউনে কোশিগায়া পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ এবং অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের জন্য তহবিল সংগ্রহ করা।

ডিজি টেক ল্যাবের সিইও তামান্না রহমান বলেন, এই অনুষ্ঠান শুধু একটি ফান্ডরাইজার নয়, এটি আমাদের কমিউনিটির একতার প্রতীক। আমরা প্রমাণ করেছি, সহমর্মিতা, সচেতনতা এবং ভালোবাসা একত্রে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে।
তিনি আরও জানান, তার পরিবারের দুজন সদস্য ক্যানসার থেকে বেঁচে গেছেন। আর তাদের সাহসিকতার গল্প থেকেই এসেছে এই উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন মানুষকে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও ক্যারান হান্ট। তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
এ ছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোর্তোজা ইব্রাহিমি, মিনা স্কান্ডারি, কামাল পাশা ও রাবিনা মুকতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও হোস্ট ও Alive90.5FM-এর ‘স্পিক ইওর ট্রুথ শো’-এর প্রযোজক Pri Abayakoon। দিনটির বিশেষ আকর্ষণ ছিল তরুণ প্রতিভা Creshone-এর হৃদয়ছোঁয়া পিয়ানো ও ড্রাম পারফরম্যান্স। যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সমাপ্তিতে তামান্না রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের প্রতিটি অনুদান সরাসরি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের কাছে। প্রতিটি দান, যত ছোটই হোক, একটি নতুন আশার প্রতীক।

স্তন ক্যানসারের সচেতনতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহের অনুষ্ঠান (পিঙ্ক ব্লুম পার্টি-ব্রেস্ট ক্যানসার রিসার্চ ফান্ড রাইজার)
ডিজি টেক ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন ছিল আশা, সচেতনতা ও সহমর্মিতার এক অনন্য উৎসব।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্যাম্বেলটাউনে কোশিগায়া পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ এবং অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের জন্য তহবিল সংগ্রহ করা।

ডিজি টেক ল্যাবের সিইও তামান্না রহমান বলেন, এই অনুষ্ঠান শুধু একটি ফান্ডরাইজার নয়, এটি আমাদের কমিউনিটির একতার প্রতীক। আমরা প্রমাণ করেছি, সহমর্মিতা, সচেতনতা এবং ভালোবাসা একত্রে মিলে কত বড় পরিবর্তন আনতে পারে।
তিনি আরও জানান, তার পরিবারের দুজন সদস্য ক্যানসার থেকে বেঁচে গেছেন। আর তাদের সাহসিকতার গল্প থেকেই এসেছে এই উদ্যোগের অনুপ্রেরণা।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন মানুষকে অনুপ্রাণিত করবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা এবং ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও ক্যারান হান্ট। তারা সবাই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত।
এ ছাড়া, অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোর্তোজা ইব্রাহিমি, মিনা স্কান্ডারি, কামাল পাশা ও রাবিনা মুকতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও হোস্ট ও Alive90.5FM-এর ‘স্পিক ইওর ট্রুথ শো’-এর প্রযোজক Pri Abayakoon। দিনটির বিশেষ আকর্ষণ ছিল তরুণ প্রতিভা Creshone-এর হৃদয়ছোঁয়া পিয়ানো ও ড্রাম পারফরম্যান্স। যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানের সমাপ্তিতে তামান্না রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অনুষ্ঠানের প্রতিটি অনুদান সরাসরি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ান ব্রেস্ট ক্যানসার ট্রাইলের কাছে। প্রতিটি দান, যত ছোটই হোক, একটি নতুন আশার প্রতীক।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।
কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।