
বিডিজেন ডেস্ক

ওমানের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ নভেম্বর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিক এ নিয়ে এক রাজকীয় ফরমান (রয়্যাল ডিক্রি) জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের প্রশাসনিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে।
এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় একটি বিবৃতি জানায়, নিয়োগকর্তারা চাইলে অনুমতি নিয়ে ছুটির দিনে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এ জন্য কর্মীদেরকে তাদের কাজের জন্য যথাযথ প্রতিদান দিতে হবে।
জাতীয় চেতনাকে সম্মান জানিয়ে নিয়োগকর্তা ও শ্রমিক উভয়ের জন্য নমনীয়তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান সরকার।

ওমানের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ নভেম্বর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিক এ নিয়ে এক রাজকীয় ফরমান (রয়্যাল ডিক্রি) জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের প্রশাসনিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি সংস্থা এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে।
এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় একটি বিবৃতি জানায়, নিয়োগকর্তারা চাইলে অনুমতি নিয়ে ছুটির দিনে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এ জন্য কর্মীদেরকে তাদের কাজের জন্য যথাযথ প্রতিদান দিতে হবে।
জাতীয় চেতনাকে সম্মান জানিয়ে নিয়োগকর্তা ও শ্রমিক উভয়ের জন্য নমনীয়তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান সরকার।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।