
বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
আল–জাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে এক ঘোষণায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। যদিও ঠিক কত সময়ের জন্য আকাশসীমা বন্ধ থাকবে তা স্পষ্ট করা হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
আল–জাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে এক ঘোষণায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। যদিও ঠিক কত সময়ের জন্য আকাশসীমা বন্ধ থাকবে তা স্পষ্ট করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।
কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।