logo
প্রবাসের খবর

সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০১ ডিসেম্বর ২০২৫
Copied!
সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট ২০২৫। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

গত শনিবার (২৯ নভেম্বর) সিডনিতে বহু প্রতীক্ষিত এই ভলিবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতি বছরের মতো এবারও সেন্টারের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়াবন্ধনকে আরও শক্তিশালী করেছে।

Volleyball tournament in Sydney 2

সংগঠনের নিয়মিত খেলোয়াড় ও তরুণদের সমন্বয়ে এ বছর টুর্নামেন্টে ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘সুরমা’ নামে ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন সাদিন (পদ্মা), সেলিম (মেঘনা), জাকির হোসেন (যমুনা) ও জাহেরুল (সুরমা)। নতুন জার্সি আর নিয়মিত অনুশীলনে টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের মাঝে দেখা গেছে অপার উৎসাহ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। সূচনা পর্বে দোয়া, খেলোয়াড়দের পরিচয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।

Volleyball tournament in Sydney 3

প্রথম দিনেই জমে ওঠে প্রতিযোগিতা। তরুণদের নিয়ে গঠিত পদ্মা দল অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত মেঘনা দলকে ২-১ সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় এগিয়ে যায়। দিনের অপর খেলায় যমুনা দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুরমা দলকে পরাজিত করে।

প্রথম দুই খেলা পরিচালনা করেন আনিছুল আফছার। সহায়তায় ছিলেন আতিক, ড. এখলাছ বাবু, মামুন, সোবহান ও জামান। স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন আলমগীর। সার্বিক তদারকিতে ছিলেন স্পোর্টস সেক্রেটারি আবদুল মতিন পপলু। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।

Volleyball tournament in Sydney 4

দ্বিতীয় দিনের (৩০ নভেম্বর রোববার) খেলায় সুরমা ও যমুনা জয়ী হয়। খেলায় সুরমা দল জয়লাভ করে মেঘনার বিপক্ষে। আর যমুনা দলও মেঘনাকে পরাজিত করে লড়াইয়ে টিকে থাকে। দর্শকদের উপভোগ্য দুটি ম্যাচ উপহার দেন খেলোয়াড়েরা।

Volleyball tournament in Sydney 5

এএমডব্লিউসির তৃতীয়বারের মতো এ ভলিবল আয়োজনকে ঘিরে সেন্টার এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তরুণদের জন্য ভলিবল এবং শিশুদের জন্য টেবিল টেনিস ও সকারের ব্যবস্থাসহ কোরআন শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া আয়োজন কমিউনিটিতে ইতিবাচক ধারা তৈরি করেছে। দর্শকদের জন্য প্রতিদিন বিকালের নাশতার ব্যবস্থাও করেছেন হোসেন মোক্তার।

Volleyball tournament in Sydney 6

লিগ পর্বের খেলা চলবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ৭ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। এর পরেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রবাসী বাংলাদেশি সমাজে এমন ইতিবাচক ক্রীড়া আয়োজন বাঙালি ঐতিহ্য ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সকলের।

আরও দেখুন

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

২ দিন আগে

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

৩ দিন আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

৩ দিন আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

৪ দিন আগে