বিডিজেন ডেস্ক
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে কুয়েত থেকে ৭৪ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-সুবহান কুয়েত টিভিকে বলেন, যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ গুরুতর অভিযোগ ছিল।
কুয়েতি এই কর্মকর্তা জানান, গত বছর গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা ও ফোন ব্যবহার করার ৬১ হাজার ৫৫৩টি অভিযোগ পাওয়া গেছে। কুয়েত ট্রাফিক আইনে সাম্প্রতিক সংশোধনগুলো আইন লঙ্ঘন এবং দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধির কারণে আনা হয়েছে।
কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, ৪৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন দুই থেকে তিন শ দুর্ঘটনা হয়। এতে ২৮ থেকে ৩০ জন গড়ে আহত হয়। দুর্ঘটনার মধ্যে ৯০ শতাংশই চালকদের অসাবধানতার কারণে ঘটে।
গত বছর কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২৮৪ জন নিহত হয়েছেন। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৯৬ জন।
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে কুয়েত থেকে ৭৪ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-সুবহান কুয়েত টিভিকে বলেন, যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ গুরুতর অভিযোগ ছিল।
কুয়েতি এই কর্মকর্তা জানান, গত বছর গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা ও ফোন ব্যবহার করার ৬১ হাজার ৫৫৩টি অভিযোগ পাওয়া গেছে। কুয়েত ট্রাফিক আইনে সাম্প্রতিক সংশোধনগুলো আইন লঙ্ঘন এবং দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধির কারণে আনা হয়েছে।
কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, ৪৭ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন দুই থেকে তিন শ দুর্ঘটনা হয়। এতে ২৮ থেকে ৩০ জন গড়ে আহত হয়। দুর্ঘটনার মধ্যে ৯০ শতাংশই চালকদের অসাবধানতার কারণে ঘটে।
গত বছর কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২৮৪ জন নিহত হয়েছেন। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২৯৬ জন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত। তবে যেকোনো যুদ্ধবিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে। এ ছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।
মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ প্রবাসীদের ‘হটস্পট’-এ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত সোমবার ও মঙ্গলবার পাহাং বেনটং এবং কুয়ান্টানের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে রয়েছেন ৪৮ বাংলাদেশি।
সৌদি আরবের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ মাত্র ৩৫ মিনিটে পরিষ্কার করেছেন পরিচ্ছন্নকর্মীরা। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হয়নি। তবে এর আগেই ২১ যাত্রীকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।