logo
প্রবাসের খবর

১০ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণের পথে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
১০ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণের পথে সৌদি

মরুদেশ সৌদি আরবে গাছ লাগানোর বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে দেশজুড়ে গত তিন বছরে সাড়ে নয় কোটি গাছ রোপণ করেছে দেশটির সরকার। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ১০ কোটি গাছ রোপণের মাইলফল অর্জনের খুব কাছে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদিতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ মৌসুম। এটি উদ্বোধনকালে সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের প্রধান নির্বাহী খালেদ আল আব্দুল কাদের বলেন, ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের (এসজিআই) লক্ষ্য ৪ কোটি হেক্টর জমিতে ১০ বিলিয়ন গাছ লাগানো।

এদিকে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওসামা ফকিহা বলেছেন, এসজিআই চালু হওয়ার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ এরইমধ্যে রোপণ করা হয়েছে। এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা গাছ রোপণের সংখ্যা ১০ কোটি থেকে সাড়ে ১১ কোটিতে নিয়ে যাওয়া।

২০২১ সালে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) চালু করেছিলেন। এর প্রধান তিনটি লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, বনায়ন ও সমুদ্র সুরক্ষা।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।

আরও দেখুন

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

বৈধ করার অংশ হিসেবে প্রাথমিকভাবে এক বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে। পরে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। আাগামী এপ্রিল মাস থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী জুন মাস পর্যন্ত।

২০ ঘণ্টা আগে

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

৩ দিন আগে

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

৪ দিন আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

৪ দিন আগে