
বিডিজেন ডেস্ক

মরুদেশ সৌদি আরবে গাছ লাগানোর বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে দেশজুড়ে গত তিন বছরে সাড়ে নয় কোটি গাছ রোপণ করেছে দেশটির সরকার। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ১০ কোটি গাছ রোপণের মাইলফল অর্জনের খুব কাছে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদিতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ মৌসুম। এটি উদ্বোধনকালে সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের প্রধান নির্বাহী খালেদ আল আব্দুল কাদের বলেন, ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের (এসজিআই) লক্ষ্য ৪ কোটি হেক্টর জমিতে ১০ বিলিয়ন গাছ লাগানো।
এদিকে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওসামা ফকিহা বলেছেন, এসজিআই চালু হওয়ার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ এরইমধ্যে রোপণ করা হয়েছে। এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা গাছ রোপণের সংখ্যা ১০ কোটি থেকে সাড়ে ১১ কোটিতে নিয়ে যাওয়া।
২০২১ সালে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) চালু করেছিলেন। এর প্রধান তিনটি লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, বনায়ন ও সমুদ্র সুরক্ষা।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।

মরুদেশ সৌদি আরবে গাছ লাগানোর বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে দেশজুড়ে গত তিন বছরে সাড়ে নয় কোটি গাছ রোপণ করেছে দেশটির সরকার। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ১০ কোটি গাছ রোপণের মাইলফল অর্জনের খুব কাছে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদিতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ মৌসুম। এটি উদ্বোধনকালে সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের প্রধান নির্বাহী খালেদ আল আব্দুল কাদের বলেন, ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের (এসজিআই) লক্ষ্য ৪ কোটি হেক্টর জমিতে ১০ বিলিয়ন গাছ লাগানো।
এদিকে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওসামা ফকিহা বলেছেন, এসজিআই চালু হওয়ার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ এরইমধ্যে রোপণ করা হয়েছে। এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা গাছ রোপণের সংখ্যা ১০ কোটি থেকে সাড়ে ১১ কোটিতে নিয়ে যাওয়া।
২০২১ সালে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) চালু করেছিলেন। এর প্রধান তিনটি লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, বনায়ন ও সমুদ্র সুরক্ষা।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
নিহত দুজন হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।
আয়োজনে সন্ধ্যাজুড়ে ছিল প্রাণের মিলন, হাসি-আনন্দ, স্মৃতিচারণ আর একতার আবেশে ভরপুর অ্যালামনাইদের উচ্ছ্বাস। আরও ছিল আলোকচিত্র বুথ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া পুরস্কার বিতরণ, নৈশভোজ।
ফ্যাশন উইকের প্রতিটি প্রদর্শনীতে ফুটে উঠেছে সৌদি নারীর আত্মবিশ্বাস, সৃজনশক্তি ও সাহসের প্রকাশ। অ্যাটেলিয়ার হেকায়্যাত, টিমা আবাদিয়া ও রিমা আলকানহালের মতো ডিজাইনাররা ঐতিহ্যবাহী সূচিকর্ম ও আধুনিক স্টাইলকে এক নতুন মাত্রা দিয়েছেন। তাদের সৃষ্ট পোশাকে প্রকাশ পেয়েছে নারী শক্তির গল্প, উত্তরাধিকারের স্মৃতি।
সভায় জানানো হয়, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরাও এখন ভোটার তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন— যা প্রবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

ফ্যাশন উইকের প্রতিটি প্রদর্শনীতে ফুটে উঠেছে সৌদি নারীর আত্মবিশ্বাস, সৃজনশক্তি ও সাহসের প্রকাশ। অ্যাটেলিয়ার হেকায়্যাত, টিমা আবাদিয়া ও রিমা আলকানহালের মতো ডিজাইনাররা ঐতিহ্যবাহী সূচিকর্ম ও আধুনিক স্টাইলকে এক নতুন মাত্রা দিয়েছেন। তাদের সৃষ্ট পোশাকে প্রকাশ পেয়েছে নারী শক্তির গল্প, উত্তরাধিকারের স্মৃতি।
১ দিন আগে