বিডিজেন ডেস্ক
কুয়েতে বিদেশিদের কাছে অবৈধভাবে ইকামা (বসবাসের অনুমতি) বিক্রি করার সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করতে পেরেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ একটি ভুয়া কোম্পানিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। মিশরীয় এবং সিরিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ছিল এই গ্যাং।
এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে চার জনের ছবি প্রকাশ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া কোম্পানির মাধ্যমে ইকামা দিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে ২ হাজার ২৮৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার ৪৭১ টাকা) পর্যন্ত হাতিয়ে নিয়েছে।
এর আগে গত মঙ্গলবার কুয়েতি কর্তৃপক্ষ জানায়, তারা সিরিয়ান, মিশরীয় এবং এশিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিক একটি গ্যাংয়ের সদস্যদের ধরেছে। যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে স্থানীয় কোম্পানির সহায়তায় বেআইনিভাবে শ্রমিকদের ইকামা দেওয়ার অভিযোগ রয়েছে। তখন সন্দেহভাজন হিসেবে সাতজনের নাম বলা হয়।
গত আগস্টেও অবৈধভাবে ইকামা বিক্রির অভিযোগে কুয়েতে দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
অবৈধ প্রবাসীদের বৈধ হতে তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার। গত জুনে এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। এরপর অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে কুয়েত পুলিশ।
কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। এরমধ্যে ৩৩ লাখই প্রবাসী।
কুয়েতে বিদেশিদের কাছে অবৈধভাবে ইকামা (বসবাসের অনুমতি) বিক্রি করার সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করতে পেরেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ একটি ভুয়া কোম্পানিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। মিশরীয় এবং সিরিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ছিল এই গ্যাং।
এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে চার জনের ছবি প্রকাশ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া কোম্পানির মাধ্যমে ইকামা দিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে ২ হাজার ২৮৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার ৪৭১ টাকা) পর্যন্ত হাতিয়ে নিয়েছে।
এর আগে গত মঙ্গলবার কুয়েতি কর্তৃপক্ষ জানায়, তারা সিরিয়ান, মিশরীয় এবং এশিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিক একটি গ্যাংয়ের সদস্যদের ধরেছে। যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে স্থানীয় কোম্পানির সহায়তায় বেআইনিভাবে শ্রমিকদের ইকামা দেওয়ার অভিযোগ রয়েছে। তখন সন্দেহভাজন হিসেবে সাতজনের নাম বলা হয়।
গত আগস্টেও অবৈধভাবে ইকামা বিক্রির অভিযোগে কুয়েতে দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
অবৈধ প্রবাসীদের বৈধ হতে তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার। গত জুনে এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। এরপর অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে কুয়েত পুলিশ।
কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। এরমধ্যে ৩৩ লাখই প্রবাসী।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার কর নামে পরিচিত।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশের নাগরিক।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।