logo
প্রবাসের খবর

কুয়েতে ভুয়া কোম্পানি খুলে বিদেশিদের কাছে ইকামা বিক্রি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে ভুয়া কোম্পানি খুলে বিদেশিদের কাছে ইকামা বিক্রি
কুয়েতে নথিপত্রহীন দড়ে হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

কুয়েতে বিদেশিদের কাছে অবৈধভাবে ইকামা (বসবাসের অনুমতি) বিক্রি করার সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক সপ্তাহের মধ্যে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করতে পেরেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ একটি ভুয়া কোম্পানিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ইকামা বিক্রির সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে। মিশরীয় এবং সিরিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ছিল এই গ্যাং।

এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে চার জনের ছবি প্রকাশ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া কোম্পানির মাধ্যমে ইকামা দিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে ২ হাজার ২৮৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার ৪৭১ টাকা) পর্যন্ত হাতিয়ে নিয়েছে।

এর আগে গত মঙ্গলবার কুয়েতি কর্তৃপক্ষ জানায়, তারা সিরিয়ান, মিশরীয় এবং এশিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিক একটি গ্যাংয়ের সদস্যদের ধরেছে। যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে স্থানীয় কোম্পানির সহায়তায় বেআইনিভাবে শ্রমিকদের ইকামা দেওয়ার অভিযোগ রয়েছে। তখন সন্দেহভাজন হিসেবে সাতজনের নাম বলা হয়।

গত আগস্টেও অবৈধভাবে ইকামা বিক্রির অভিযোগে কুয়েতে দুটি গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

অবৈধ প্রবাসীদের বৈধ হতে তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার। গত জুনে এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। এরপর অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে কুয়েত পুলিশ।

কুয়েতের মোট জনসংখ্যা ৪৯ লাখ। এরমধ্যে ৩৩ লাখই প্রবাসী।

আরও পড়ুন

বিয়ে করলেই দ্রুত মিলবে এই ৫ দেশের নাগরিকত্ব

বিয়ে করলেই দ্রুত মিলবে এই ৫ দেশের নাগরিকত্ব

এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।

৫ ঘণ্টা আগে

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে আরও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

১ দিন আগে

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি

কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।

১ দিন আগে

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

২ দিন আগে