logo
প্রবাসের খবর

পুরোপুরি চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোরেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
পুরোপুরি চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোরেল

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোরেল পুরোপুরিভাবে চালু হয়েছে। আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত সবগুলো রুটেই চলছে এই রেল। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাত্রীদের জন্য সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এ মেট্রোরেল চলবে। ডার্ব অ্যাপ বা স্টেশনগুলো থেকে তারা টিকিট সংগ্রহ করতে পারবে।

রিয়াদের এই দ্রুত পরিবহন ব্যবস্থাটিতে ৮৫ টি স্টেশনসহ মোট ১৭৬ কিলোমিটার বিস্তৃত ৬ টি মেট্রো লাইন রয়েছে। প্রকল্প নির্মাণে খরচ হয়েছে ২২.৫ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানায়, রিয়াদ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩৬ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবহন ব্যবস্থায় শহরের যানজট অনেকটাই কমে যাবে। এতে প্রতি বছর প্রায় ১২.৫ মিলিয়ন টন (প্রায় ১০.৮ মিলিয়ন মেট্রিক টন) কার্বন-ডাই-অক্সাইড নির্গমনও কমবে।

এর আগে গত ডিসেম্বরে রিয়াদ মেট্রোরেলের চলাচল আংশিকভাবে শুরু হয়। তখন তিনটি রুট খুলে দেওয়া হয়েছিল।

প্রকল্পটি রিয়াদের বর্তমান ও ভবিষ্যৎ গণপরিবহনের চাহিদা বিবেচনা করে বানানো হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে।

২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মান বদলে দিতে হাতে নেওয়া গিগাপ্রজেক্টের অধীনে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।

২০১৩ সালে, সৌদি সরকার রিয়াদ মেট্রোর নকশা ও নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে।

আরও দেখুন

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

১৭ ঘণ্টা আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

২০ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

১ দিন আগে

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

৪ দিন আগে