বিডিজেন ডেস্ক
বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
গতকাল রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এ নিয়ে এ বছর চতুর্থ দফায় বাড়ল স্বর্ণের দাম।
সবশেষ গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা।
অবশ্য সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।
বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
গতকাল রোববার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এ নিয়ে এ বছর চতুর্থ দফায় বাড়ল স্বর্ণের দাম।
সবশেষ গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৭৬ টাকা।
অবশ্য সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে (২ দশমিক ৪৩ ভরি) ৩ হাজার ১০০ ইউএস ডলার ছাড়িয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) স্পট মার্কেটে সোনার দাম বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছে, যা ছিল নতুন রেকর্ড।