বিডিজেন ডেস্ক
দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আজ সোমবারের (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। এই দর অনুযায়ী সোনার দাম আগের দিনের তুলনায় বাড়েনি, কমেওনি।
প্রতি গ্রাম হিসেবে দাম–
২৪ ক্যারেট ৩৩২.৭৫ দিরহাম।
২২ ক্যারেট ৩০৮.২৫ দিরহাম।
২১ ক্যারেট ২৯৮.২৫ দিরহাম।
১৮ ক্যারেট ২৫৫.৭৫ দিরহাম।
উল্লেখ্য, যেকোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।
দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আজ সোমবারের (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। এই দর অনুযায়ী সোনার দাম আগের দিনের তুলনায় বাড়েনি, কমেওনি।
প্রতি গ্রাম হিসেবে দাম–
২৪ ক্যারেট ৩৩২.৭৫ দিরহাম।
২২ ক্যারেট ৩০৮.২৫ দিরহাম।
২১ ক্যারেট ২৯৮.২৫ দিরহাম।
১৮ ক্যারেট ২৫৫.৭৫ দিরহাম।
উল্লেখ্য, যেকোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে (২ দশমিক ৪৩ ভরি) ৩ হাজার ১০০ ইউএস ডলার ছাড়িয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) স্পট মার্কেটে সোনার দাম বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছে, যা ছিল নতুন রেকর্ড।