logo
দরদাম

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার (১৮ অক্টোবর) প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭০০ ইউএস ডলার ছাড়িয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরেক দফা বেড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬৮৮ দশমিক ৮৩ ইউএস ডলার। বৃহস্পতিবার সকালে তা ২ হাজার ৭০৪ দশমিক ৮৯ ডলার ছুঁয়েছে, যা কিনা সর্বকালের সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি সোনার দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বড় ব্যবধানে কমানোর বিষয়টি ভূমিকা রেখেছে। এরফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

২০১০ সালের পর সোনার দাম কখনোই এতটা বাড়েনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। সংঘাত চলছে বিশ্বের আরও অনেক দেশে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন।

আরও পড়ুন

বাংলাদেশে সোনার দাম আবারও কমেছে, ভরি ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা

বাংলাদেশে সোনার দাম আবারও কমেছে, ভরি ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা

বাংলাদেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ১৩৮ টাকা। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকায়।

১২ মে ২০২৫

বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম আবারও কমেছে

বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম আবারও কমেছে

বাংলাদেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দামের বড় ধরনের উত্থান-পতন না থাকলেও স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দামের পতনের প্রভাবে খুচরা পর্যায়ে এই পরিবর্তন এসেছে।

১১ মে ২০২৫

বাংলাদেশে আবার বেড়েছে সোনার দাম

বাংলাদেশে আবার বেড়েছে সোনার দাম

বাংলাদেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ৩১০ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।

০৬ মে ২০২৫