logo
দরদাম

দুবাইয়ে আজ সোনার দাম কত কমল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে আজ সোনার দাম কত কমল

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ বুধবারের (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেলের সোনার দর দেওয়া হলো। গতকাল মঙ্গলবারের সঙ্গে তুলনা করলে এই দর কিছুটা কমেছে। গত সোমবার সোনার দাম বেড়েছিল।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩১৭.৫০ দিরহাম।

২২ ক্যারেট ২৯৪.০০ দিরহাম।

২১ ক্যারেট ২৮৪.৫০ দিরহাম।

১৮ ক্যারেট ২৪৪.০০ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন