বিডিজেন ডেস্ক
দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবারের (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালের সোনার দর।
প্রতি গ্রাম হিসেবে দাম–
২৪ ক্যারেট ৩২৪.২৫ দিরহাম।
২২ ক্যারেট ৩০০.২৫ দিরহাম।
২১ ক্যারেট ২৯০.৭৫ দিরহাম।
১৮ ক্যারেট ২৪৯.২৫ দিরহাম।
উল্লেখ্য, যেকোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।
দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবারের (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকালের সোনার দর।
প্রতি গ্রাম হিসেবে দাম–
২৪ ক্যারেট ৩২৪.২৫ দিরহাম।
২২ ক্যারেট ৩০০.২৫ দিরহাম।
২১ ক্যারেট ২৯০.৭৫ দিরহাম।
১৮ ক্যারেট ২৪৯.২৫ দিরহাম।
উল্লেখ্য, যেকোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে (২ দশমিক ৪৩ ভরি) ৩ হাজার ১০০ ইউএস ডলার ছাড়িয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) স্পট মার্কেটে সোনার দাম বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছে, যা ছিল নতুন রেকর্ড।