logo
দরদাম

দেশের বাজারে সোনার দাম রেকর্ড ১,২৯,৯০২ টাকা

প্রতিবেদক, বিডিজেন১৫ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দেশের বাজারে সোনার দাম রেকর্ড ১,২৯,৯০২ টাকা
দেশের বাজারে সোনার দামে নতু রেকর্ড হয়েছে।

দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখুন


সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ১০০, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গোল্ডরেট ডটকমের তথ্যমতে, রোববার সৌদি আরবে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৩৯৭ ও ২৪ ক্যারেটের প্রতি গ্রামের দাম ছিল ১০ হাজার ১৯৪ টাকার কিছু বেশি। এ ছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বাহরাইনে ৯ হাজার ৪৭৬, কুয়েতে ৯ হাজার ১৬১, মালয়েশিয়ায় ১০ হাজার ১৩৫, কাতারে ৯ হাজার ৬০৪, ওমানে ৯ হাজার ৫৭৬, সিঙ্গাপুরে ৯ হাজার ৬২৯ এবং সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ৪০৬। আর যুক্তরাষ্ট্রে এ দাম ৯ হাজার ৯৩৬ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের ক্ষেত্রে প্রায় ১১ দশমিক ৬৬ গ্রামে এক ভরি হিসাব করা হয়। এই হিসাবে বাংলাদেশে নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম দাঁড়ায় ১১ হাজার ১৪০ টাকা। এ দাম অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুন

দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড

দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোনার দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৫০২ দশসিক ৫০ দিরহাম। আর ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৪৬৫ দশমিক ২৫ দিরহামে।

২ ঘণ্টা আগে

১৪ অক্টোবর মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৪ অক্টোবর মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে এবং ডলারের দাম অপরিবর্তিত আছে। মুদ্রাবাজারে ডলারের দাম অপরিবর্তিত থাকলেও অন্য প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগের দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো,পাউন্ড, ইউয়ান, ইয়েন ও সিঙ্গাপুরি ডলারের।

৬ ঘণ্টা আগে

১২ অক্টোবর রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১২ অক্টোবর রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ রোববার (১২ অক্টোবর) বাংলাদেশে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র ধারা দেখা যাচ্ছে। প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইয়েন ও ইউয়ানের। দাম কমেছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের।

২ দিন আগে

৯ অক্টোবর বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৯ অক্টোবর বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে মিশ্র ধারা দেখা যাচ্ছে। প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে রুপির দাম। দাম কমেছে ইউএস ডলার, ইউয়ান, ইয়েন ও সিঙ্গাপুরি ডলারের।

৫ দিন আগে