logo
দরদাম

দেশের বাজারে সোনার দাম বিশ্ববাজারের চেয়ে এখনো বেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দেশের বাজারে সোনার দাম বিশ্ববাজারের চেয়ে এখনো বেশি
প্রতীকী ছবি

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, যা আগের চেয়ে ১ হাজার ৬২১ টাকা কম। গত ১ সেপ্টেম্বর এই ঘোষণা দেয় বাজুস, যা ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। এই হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই সোনার দাম বাংলাদেশের চেয়ে কম।

গত ১ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, যার প্রতি গ্রামের দাম দাঁড়ায় ১০ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি সোনা দাম ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম ৮৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গোল্ডরেট ডটকমের তথ্যমতে, বৃহস্পতিবারের সৌদি আরবে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ১৬৮ ও ২৪ ক্যারেটের প্রতি গ্রামের দাম ছিল ৯ হাজার ৯৬৪ টাকার কিছু বেশি। এ ছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বাহরাইনে ৯ হাজার ২৮৮, কুয়েতে ৮ হাজার ৯৫৮, মালয়েশিয়ায় ১০ হাজার ৮৪, কাতারে ৯ হাজার ৩০২, ওমানে ৯ হাজার ৩৪৩, সিঙ্গাপুরে ৯ হাজার ৩৯৫ এবং সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ১৮১। আর যুক্তরাষ্ট্রে এ দাম ৯ হাজার ৬৬৫ টাকা।

এই হিসাবে দেশের বাজারে সোনার দাম বিশ্ববাজারের চেয়ে এখনো অনেকটা বেশি। গ্রাম প্রতি এ দাম কোনো কোনো ক্ষেত্রে ১ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বেশি।

আরও দেখুন

১৮ জানুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৮ জানুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। দাম বৃদ্ধির তালিকায় আছে ব্রিটিশ পাউন্ড ও অস্ট্রেলীয় ডলার। দাম কমেছে ইউরো, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের। অন্যদিকে অপরিবর্তিত আছে আমেরিকা ডলার ও ইয়েনের দাম।

১৮ ঘণ্টা আগে

১৫ জানুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৫ জানুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে অধিকাংশের দাম বেড়েছে। এই তালিকায় আছে আমেরিকান ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে কেবল রুপির দাম। আজ কোনো মুদ্রার দাম কমেনি।

৪ দিন আগে

১৪ জানুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৪ জানুয়ারি বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে অধিকাংশের দাম কমেছে। বাড়েনি কোনো মুদ্রার দাম। কমার তালিকায় আছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও ইয়েন। অপরিবর্তিত আছে শুধু আমেরিকান ডলার ও রুপির দাম।

৫ দিন আগে

১৩ জানুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৩ জানুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে অধিকাংশের দাম বেড়েছে। এই তালিকায় আছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। আজ কোনো মুদ্রার দাম কমেনি। অপরিবর্তিত আছে আমেরিকান ডলার, রুপি ও ইউয়ানের দাম।

৬ দিন আগে