logo
প্রবাসে চাকরি

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে অভিবাসনসংত্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে অভিবাসনসংত্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার একটি প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। খাতটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।

পাশাপাশি কিছু বিষয়ে কর্মীদের সজাগ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়গুলো হলো:

  • চাকরির শর্ত, বেতন-ভাতাসহ অন্য সুযোগ-সুবিধা রিক্রুটিং এজেন্টের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে।
  • ২০২৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রাপ্তি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র গ্রহণ, প্রাক্‌-বহির্গমন ওরিয়েন্টেশন ও বিমানের টিকিট নিশ্চিত করতে হবে।
  • সরকার নির্ধারিত অভিবাসন ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত কোনো অর্থ রিক্রুটিং এজেন্ট বা অন্য কাউকে দিতে হবে না।
  • অনুমোদিত রিক্রুট এজেন্ট ব্যতীত কারও সঙ্গে কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই।
  • সব লেনদেন উপযুক্ত লিখিত রসিদ/দলিল/ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পাদন করতে হবে।
  • কর্মের অনুমতিপ্রাপ্ত রিক্রুটিং এজেন্ট ও সংস্থা সম্বন্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের https://probashi.gov.bd/ ওয়েবসাইট

অথবা কল সেন্টার ১৬১৩৫ থেকে যাচাই করে নিতে হবে।

উল্লেখ্য, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো নির্দেশনা জারি করলে যথাযথভাবে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

(স্মারক ৪৯.০০.০০০০.০৪৭.১১.০৪৬.২২.৬২৪, তারিখ: ৩ নভেম্বর ২০২৪)

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২ দিন আগে

সার্বিয়ায় গেলেন ১১ জন প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী

সার্বিয়ায় গেলেন ১১ জন প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী

অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির কর্মকর্তা মো. রাজীব হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে প্রশিক্ষিত নিয়ে শ্রমিক পাঠাই। সেটির ধারাবাহিকতায় এবার সার্বিয়ায় ১১ জন প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হচ্ছে। কোম্পানি থেকে তারা থাকা ও খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবে।

১০ দিন আগে

বিদেশি কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

বিদেশি কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

তেলের কম দাম সরকারি অর্থায়নে চাপ বাড়িয়েছে এবং রাজস্বঘাটতি গভীর করেছে। আইএমএফের হিসাব অনুযায়ী, বাজেট ভারসাম্য বজায় রাখতে সৌদি আরবের তেলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি থাকা প্রয়োজন।

২০ নভেম্বর ২০২৫

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। এটি ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

০৭ অক্টোবর ২০২৫