logo
প্রবাসে চাকরি

অনিয়মিত অভিবাসীদের সুখবর দিল স্পেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
অনিয়মিত অভিবাসীদের সুখবর দিল স্পেন
ছবি: এক্স থেকে নেওয়া

কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।

এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।

যেসব শর্ত রয়েছে ‘আররাইগো সোসিওলাবোরাল’ পারমিটে

১. আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসী হতে হবে। তিনি অন্তত দুই বছর ধরে স্পেনে বসবাস করছেন এমন প্রমাণপত্র হাজির করতে হবে।

২. যেসব ব্যক্তির ওপর ‘ডিপোর্ট নোটিশ’ অর্থাৎ স্পেন ত্যাগ করার নির্দেশনা রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।

৩. আবেদনকারীকে একজন নিয়োগকর্তা অথবা কোনো প্রতিষ্ঠানের স্বাক্ষর করা কাজের চুক্তিপত্র উপস্থাপন করতে হবে। একই সঙ্গে চুক্তিপত্রে স্পেনের ন্যূনতম বেতন ১ হাজার ১৩৪ ইউরো বা সমপরিমাণ বেতনের কথা উল্লেখ থাকতে হবে। চুক্তিপত্রের মেয়াদ অবশ্যই তিন মাসের হতে হবে।

৪. খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সঙ্গে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র ও চুক্তিপত্র জমা দিতে হবে। সব চুক্তি মিলিয়ে সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের শর্ত পূরণ করতে হবে। এটি আগের আইনে ৩০ বছর ছিল।

৫. আবেদনকারী বিগত ৫ বছর যেখাসে বসবাস করেছেন সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদনকারী কখনো ফৌজদারি অপরাধে সাজা ভোগ করে থাকলে আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

নতুন এই রেসিডেন্স পারমিটটি ২০২২ সালের একটি পারমিটের সংশোধিত রূপ। ওই পারমিটে পর্যটন, পরিবহন, কৃষি এবং নির্মাণ খাত সংশ্লিষ্ট খাতের ওপর প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের অনুমতি পেতেন।

২০২২ সালের ওই আইন অনুযায়ী গত বছর পর্যন্ত স্পেনে ২৩ হাজার ৯৭ জন অভিবাসী নিয়মিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়।

কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে অনিয়মিতদের নিয়মিত করার ওই নিয়মটি সরকারের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেনি। তাই নতুন রেসিডেন্স পারমিট ‘আররাইগো সোসিওলাবোরাল’ চালু করতে যাচ্ছে স্পেন সরকার।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও পড়ুন

বাংলাদেশ-উজবেকিস্তানকে কর্মী উৎস হিসেবে বিকল্প ভাবছে জাপান

বাংলাদেশ-উজবেকিস্তানকে কর্মী উৎস হিসেবে বিকল্প ভাবছে জাপান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় জাপান দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও উজবেকিস্তানের নামও।

১২ দিন আগে

ইইউর বাইরের দেশে নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি

ইইউর বাইরের দেশে নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি

শ্রমিকসংকট মোকাবিলায় বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোর নাগরিকদের প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা দেবে ইতালি।

০৩ জুলাই ২০২৫

সিলিকন ভ্যালিতে চাকরি পেলেন বাংলাদেশি ইরফান, বেতন বছরে সাড়ে ৩ কোটি

সিলিকন ভ্যালিতে চাকরি পেলেন বাংলাদেশি ইরফান, বেতন বছরে সাড়ে ৩ কোটি

বিশ্বের প্রযুক্তিকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে চাকরি পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী মো. ইরফান উদ্দীন। ৯ ধাপে ইন্টারভিউ দেওয়ার পর গত ২১ মে তিনি নিয়োগপত্র হাতে পান।

৩০ জুন ২০২৫

চাকরি প্রতারণা: মালয়েশীয় কোম্পানি ও সরকারি দপ্তরের বিরুদ্ধে ৩৩ বাংলাদেশির ক্ষতিপূরণ মামলা

চাকরি প্রতারণা: মালয়েশীয় কোম্পানি ও সরকারি দপ্তরের বিরুদ্ধে ৩৩ বাংলাদেশির ক্ষতিপূরণ মামলা

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মালয়েশিয়ার একটি রিক্রুটিং ফার্ম এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভাগের বিরুদ্ধে ৩৩ জন বাংলাদেশি শ্রমিক মামলা করেছেন। ক্ষতিপূরণ হিসেবে তারা ৪ কোটি ৮০ লাখ টাকা (১ দশমিক ৭২ মিলিয়ন রিংগিত) দাবি করেছেন।

১৯ মে ২০২৫