logo
খবর

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ দিন আগে
Copied!
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন। ছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ জাকির একই ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতির পদে আছেন।

খবর প্রথম আলোর।

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ জাকিরের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৪টি মামলা আছে।

বাঙ্গরা বাজার থানা-পুলিশ সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় রাজধানীর রামপুরা থানার একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক অভিযুক্ত শেখ জাকির হোসেন। ওই মামলায় শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রাখেন শেখ জাকির। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত ছিলেন। ২০২২ সালে দলীয় ক্ষমতার প্রভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে প্রকাশ্যে তালা দিয়ে চাঁদা আদায় করতেন। তাঁর ভয়ে অনেকেই মুখ খুলতেন না। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এলাকায় তাঁর প্রভাব ছিল।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘রাজধানীর রামপুরা থানা শেখ জাকিরকে গ্রেপ্তারের জন্য আমাদের কাছে সহায়তা চায়। পরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাঁকে বাঙ্গরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যাপক ভূমিকা রাখেন শেখ জাকির।’

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে আসছে ‘নীল সুখ’

ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে আসছে ‘নীল সুখ’

আসছে ভালোবাসার মৌসুম। নতুন ফুলের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনেও যেন ভালোবাসার সুবাস ছড়াচ্ছে। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ সব সময় বেছে নিয়েছে গান কিংবা কবিতার। ভালোবাসার গান বললেই আসবে রবীন্দ্রনাথের কথা। যাঁর প্রতিটি গান, শব্দ হৃদয়ে দাগ কেটে যায়।

১৯ ঘণ্টা আগে

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবি

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার দাবি

সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা। দাবি না মানলে সিলেটের প্রবাসীরা কর্মসূচির ঘোষণারও হুমকি দেন।

২০ ঘণ্টা আগে

নোয়াখালীতে থানায় বসেও সালিস বৈঠকে মারামারি, দুই পক্ষ ভাঙচুর করল গোলঘর

নোয়াখালীতে থানায় বসেও সালিস বৈঠকে মারামারি, দুই পক্ষ ভাঙচুর করল গোলঘর

জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করতে দুই পক্ষ বেছে নিয়েছিল থানাকে। তবে বিরোধ নিষ্পত্তি তো হলোই না, উল্টো বিবদমান দুই পক্ষের মারামারিতে শেষ হয় সালিস বৈঠক। শুধু তা–ই নয়, বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন থানার গোলঘরেও (থানা চত্বরের বৈঠকখানা) ভাঙচুর চালিয়েছেন।

২০ ঘণ্টা আগে

চট্টগ্রামে নারী ও শিশুকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি

চট্টগ্রামে নারী ও শিশুকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি

চট্টগ্রামে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও শিশুসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া ইউনিয়নের কৌট্টা বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আসবাবপত্রের দোকানে ঢুকে গেলে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

২১ ঘণ্টা আগে