logo
খবর

সকালে দেশে ফিরে সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে কাতারপ্রবাসীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৯ দিন আগে
Copied!
সকালে দেশে ফিরে সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে কাতারপ্রবাসীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু। প্রতীকী ছবি। প্রথম আলো

পরিবারের কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরেন কাতারপ্রবাসী আবুল বাসার (৪৮)। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি ঢাকায় পৌঁছান। বাড়িতে পৌঁছানোর আগেই তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খবর প্রথম আলোর।

আবুল বাসার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক। তিনি ২৪ বছর ধরে কাতারে ছিলেন।

আবুল বাসারের চাচাতো ভাই এনামুল হক জানান, পাঁচ ভাই এক বোনের মধ্যে আবুল বাশার বড়। তারা তিন ভাই কাতারে থাকতেন। গত জানুয়ারি মাসে তিনি দেশে ফিরে তাঁর একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। পরে আবার কাতার চলে যান। সেখানে কোনো কাজ না পেয়ে তিনি হতাশায় ভুগছিলেন। দেশে ফিরে আসার সিদ্ধান্ত জানালে স্ত্রী তাঁকে নিষেধ করেন। এরপর পরিবারের কাউকে কিছু না জানিয়ে গতকাল সকালে তিনি দেশে ফেরেন।

এনামুল হক জানান, বাসে করে আবুল বাসার চৌমুহনীতে এসে স্ত্রীকে ফোন দেন। স্ত্রীর সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল বাসার বলেন, ‘আমি না এলে আমার লাশ হলেও বাড়ি যাবে।’ পরে তিনি চৌমুহনী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল বাসার হঠাৎ চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। ওই সময় কুমিল্লার লাকসাম থেকে আসা ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী লাকি আক্তার। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

বাংলাদেশ হবে তুরস্কের নিকটতম মিত্রদেশ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ হবে তুরস্কের নিকটতম মিত্রদেশ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজথানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৩ ঘণ্টা আগে

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং প্রথম সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

৪ ঘণ্টা আগে

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকগুলোকে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের যাবতীয় তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। ৩ মাস পর পর বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তথ্য জমা দিতে হবে ব্যাংকগুলোকে।

১৬ ঘণ্টা আগে

সংস্কারে ঐকমত্য হলে এক মাসে শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব: আমীর খসরু

সংস্কারে ঐকমত্য হলে এক মাসে শেষ করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব: আমীর খসরু

সংস্কারের যেটুকুতে ঐকমত্য হবে সেটা আগামী এক মাসের মধ্যে করা সম্ভব এবং সে হিসাবে এ বছরের ডিসেম্বরের আগে সংসদ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১৭ ঘণ্টা আগে