logo
খবর

চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নোয়াব আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নোয়াব আলী। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের রাহাত্তারপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা–পুলিশ।

নোয়াব আলী আওয়ামী লীগের আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক। তিনি ২০২২ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে ২০২৪ সালের ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় নোয়াব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে অভিযুক্ত করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় নোয়াব আলী এজাহারভুক্ত অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও দেখুন

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

বৃত্তির জন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

২ দিন আগে

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

সংগঠনের সদস্য সচিব ড. আতিকুর রহমান বলেন, "শিক্ষা সমাজ ও রাষ্ট্রের টেকসই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলেও কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে বাস্তব উন্নয়নের সঙ্গে যুক্ত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য সামনে রেখেই বিডিপিএফ গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।"

৩ দিন আগে

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হওয়ার পর আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে।

৪ দিন আগে

উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ

উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ

ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরীক্ষার ফি আদায়ের অভিনব কৌশল হলো–শুরুতে বেশির ভাগ সেন্টার প্রথমে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে। তারপর যোগ্য হিসেবে রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ দাবি করা হয়। এমনকি প্রকৃত অযোগ্যরাও মোটা অঙ্কের টাকা দিয়ে যোগ্য হিসেবে সার্টিফিকেট পাচ্ছে।

৪ দিন আগে