logo
খবর

রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারে একমত হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাসস৮ দিন আগে
Copied!
রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারে একমত হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। ৯ এপ্রিল ২০২৫। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে যদি বৃহত্তর সংস্কার পথ বেছে নেওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বাস্থ্যসেবাব্যবস্থাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে দুজনই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।’

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের জন্য একটি পরিবর্তনের সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুননির্ধারণে মনোনিবেশ করছি।’

বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের বর্তমানে নার্সের সংকট রয়েছে। তবে নার্সিং শুধু জাতীয় নয়, এটি একটি বৈশ্বিক প্রয়োজন। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য আরও নার্সকে প্রশিক্ষণ দিতে চাই।’

বাংলাদেশের পর্যাপ্ত সম্পদ না থাকায় স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার পরিচালিত স্বাস্থ্য কার্যক্রম প্রায় অকার্যকর। এখানে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আরেকটি সম্ভাবনাময় খাত হলো ওষুধশিল্প। আমরা অনুরোধ করছি, পেটেন্ট (মালিকানা) সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে অবস্থান নিন, যাতে প্রতিটি দেশ সাশ্রয়ীভাবে সামাজিক ব্যবসা মডেলে টিকা উৎপাদন করতে পারে।’

তারা দুজন শিক্ষা, টেক্সটাইলশিল্প, প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, টেক্সটাইল খাত আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচলে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাজ্যের সহায়তাকে স্বাগত জানাই।’ উভয় নেতা এই খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেন।

জেন্ডার সমতার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সব খাতে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিই। নারীর ক্ষমতায়ন আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রয়েছে।’

ব্যারোনেস উইন্টারটন বর্তমান সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন জানান। তিনি বাংলাদেশের সাংবিধানিক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ

‘মিস আর্থ বাংলাদেশ’ ও মডেল মেঘনা আলম এবং দেওয়ান সমিরসহ অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে রাজধানী ঢাকার ধানমন্ডি মডেল থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, তারা কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন।

১১ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

‘মিস আর্থ বাংলাদেশ’ ও মডেল মেঘনা আলমকে রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।

১১ ঘণ্টা আগে

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা ও সাড়ে ৪ বিলিয়ন ডলারের পাওনা চায় বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা ও সাড়ে ৪ বিলিয়ন ডলারের পাওনা চায় বাংলাদেশ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।

১২ ঘণ্টা আগে

সেনা সদরের ব্রিফিং অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার

সেনা সদরের ব্রিফিং অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার

বাংলাদেশে গত দুই মাসে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ২ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।

১৩ ঘণ্টা আগে