বিডিজেন ডেস্ক
বাংলাদেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা বলেছে, এ ধরনের কাজ বেআইনি। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।
আসকের চেয়ারপারসন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সাক্ষরিত আসকের বিবৃতিতে গণমাধ্যমের সূত্র ধরে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে রমজানের ‘পবিত্রতা’ রক্ষায় দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখার বিষয়ে একটি গোষ্ঠী কর্তৃক অযাচিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দোকানমালিকেরা নিরাপত্তার কথা ভেবে ওই সব জায়গায় দোকান বন্ধ রাখছেন বলে জানা যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।
বিবৃতিতে বলা হয়, ‘রমজান শুরুর আগেই “সম্মিলিত মুসলিম জনতা” ব্যানারে রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ করে। এ ছাড়া ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এক বিবৃতিতে “দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান”। আমরা লক্ষ করছি, এ ধরনের মিছিল ও আহ্বানের পরপরই ঢাকাসহ দেশের অনেক জায়গায় খাবারের দোকানগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।’
আসক বলেছে, ‘পবিত্র রমজান মাস পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের মাস। কাজেই খাবারের দোকান বন্ধ রাখা কিংবা খাবারের মতো অতি মৌলিক বিষয়টিতে অযাচিত হস্তক্ষেপ কিংবা জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার আহ্বান অথবা অনুরোধ—কোনোটাই কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে, নারী, শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও দিনমজুর এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য খাবারের দোকান বন্ধ রাখাটা অনেক সময় সংকট সৃষ্টি করছে।’
বিবৃতিতে বলা হয়, অবিবেচনাসুলভ এবং বাস্তবতাবিবর্জিত আহ্বান সমাজে শুধু বিভেদই সৃষ্টি করছে না; বরং সমাজে মানুষের মৌলিক অধিকার হরণের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এ ধরনের বেআইনি আহ্বান এবং কোথাও কোথাও জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার বিষয়ে অতি উৎসাহী ব্যক্তিদের নিবৃত রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় আসক।
বাংলাদেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা বলেছে, এ ধরনের কাজ বেআইনি। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।
আসকের চেয়ারপারসন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সাক্ষরিত আসকের বিবৃতিতে গণমাধ্যমের সূত্র ধরে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে রমজানের ‘পবিত্রতা’ রক্ষায় দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখার বিষয়ে একটি গোষ্ঠী কর্তৃক অযাচিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দোকানমালিকেরা নিরাপত্তার কথা ভেবে ওই সব জায়গায় দোকান বন্ধ রাখছেন বলে জানা যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।
বিবৃতিতে বলা হয়, ‘রমজান শুরুর আগেই “সম্মিলিত মুসলিম জনতা” ব্যানারে রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ করে। এ ছাড়া ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এক বিবৃতিতে “দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান”। আমরা লক্ষ করছি, এ ধরনের মিছিল ও আহ্বানের পরপরই ঢাকাসহ দেশের অনেক জায়গায় খাবারের দোকানগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।’
আসক বলেছে, ‘পবিত্র রমজান মাস পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের মাস। কাজেই খাবারের দোকান বন্ধ রাখা কিংবা খাবারের মতো অতি মৌলিক বিষয়টিতে অযাচিত হস্তক্ষেপ কিংবা জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার আহ্বান অথবা অনুরোধ—কোনোটাই কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে, নারী, শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও দিনমজুর এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য খাবারের দোকান বন্ধ রাখাটা অনেক সময় সংকট সৃষ্টি করছে।’
বিবৃতিতে বলা হয়, অবিবেচনাসুলভ এবং বাস্তবতাবিবর্জিত আহ্বান সমাজে শুধু বিভেদই সৃষ্টি করছে না; বরং সমাজে মানুষের মৌলিক অধিকার হরণের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এ ধরনের বেআইনি আহ্বান এবং কোথাও কোথাও জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার বিষয়ে অতি উৎসাহী ব্যক্তিদের নিবৃত রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় আসক।
‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’
মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য থেকে ইতিমধ্যে ১৮৮ জন দেশে ফিরে এলেও এখনো আবুধাবি কারাগারে আটক আছে ২৫ জন প্রবাসী। তাদের মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কুটনৈতিক ও আইনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।