logo
খবর

সাগর উত্তাল, আটকা পড়েছে সেন্টমার্টিনের ৩ শতাধিক মানুষ

প্রতিবেদক, বিডিজেন০৫ অক্টোবর ২০২৪
Copied!
সাগর উত্তাল, আটকা পড়েছে সেন্টমার্টিনের ৩ শতাধিক মানুষ
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ ও কক্সবাজারে আটকা পড়েছেন সেন্টমার্টি নের ৩ শতাধিক মানুষ।

মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। এ অবস্থায় টেকনাফ-সেন্টমার্টিন বিকল্প নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিন থেকে বিভিন্ন কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারসহ কয়েকটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নৌযানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার নিয়মিত নৌপথে গত ৮ জুন থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। গত ৫ ও ৮ জুন ওই নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর পর ওই রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, বিকল্প নৌপথটিতে সব সময় সাগর উত্তাল থাকে। যার কারণে নৌযান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। তবু সেই পথে নৌযান চলাচল করায় সেন্টমার্টিনের বাসিন্দাদের কিছুটা স্বস্তি ফিরেছিল। বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকল্প পথটিতেও নৌ- চলাচল বন্ধ রয়েছে।

আরও দেখুন

ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৬ বাতিলের দাবি আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের

ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৬ বাতিলের দাবি আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের

মনজুর মোর্শেদ মাহবুব বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ–২০২৬–এর গেজেট প্রকাশিত হয়েছে। এতে সংযোজিত বেশ কয়েকটি ধারা, উপধারা ও দফা ট্রাভেল এজেন্সি ব্যবসাকে কার্যত অচল করে দেবে।

১৪ মিনিট আগে

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২১ জানুয়ারি

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২১ জানুয়ারি

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকজন অংশ নেন। এ সময় শেখ হাসিনা নেতা–কর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার মৃত্যুতে ইউএইর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ইউএইর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

১ দিন আগে

কূটনৈতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষে ওমান গেল সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল

কূটনৈতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষে ওমান গেল সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ওমানে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেষ্ট্রা দল ওমানের উদ্দেশে রওনা হয়েছে।

১ দিন আগে