logo
জেনে নিন

যেভাবে ব্যবহার করবেন ইমোর ‘সিক্রেট চ্যাট’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ অক্টোবর ২০২৪
Copied!
যেভাবে ব্যবহার করবেন ইমোর ‘সিক্রেট চ্যাট’

বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। এই প্ল্যাটফর্মে আপনি চাইলে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। ইমোতে আছে সিক্রেট চ্যাট নামের বিশেষ এক ফিচার। যেটির ভেতর লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।

ইমোর সিক্রেট চ্যাট নামের বিশেষ ফিচারে লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।

এটি ব্যবহারের জন্য আপনার কাছে থাকতে হবে ইমোর সবশেষ সংস্করণ অ্যাপ থাকতে হবে। অ্যাপসে ঢোকার পরই আপনি হিডেন চ্যাট নামের একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি যাদের সঙ্গে সিক্রেট বা গোপন চ্যাট করতে চান তাদের নাম সিলেক্ট করুন। এরপর ডান কোনায় থ্রি ডটে ক্লিক করে পাসওয়ার্ড সেট করুন। এরপর আপনি হিডেন চ্যাটের তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার আগে এই পাসওয়ার্ড দিতে হবে।

ইমোর ওয়েবসাইট থেকে জানায়, ব্যবহারকারীদের সিক্রেট চ্যাট সেশন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এই বৈশিষ্ট্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রচার নিয়ন্ত্রণ ফাংশন। এই ফাংশনের অধীনে, কেউ কোনো ব্যক্তিগত চ্যাট কথোপকথন কপি, ফরোয়ার্ড, শেয়ার, ডাউনলোড, স্ক্রিনশট বা রেকর্ড করতে পারবে না।

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৫ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫