বিডিজেন ডেস্ক
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। এই প্ল্যাটফর্মে আপনি চাইলে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। ইমোতে আছে সিক্রেট চ্যাট নামের বিশেষ এক ফিচার। যেটির ভেতর লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।
ইমোর সিক্রেট চ্যাট নামের বিশেষ ফিচারে লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।
এটি ব্যবহারের জন্য আপনার কাছে থাকতে হবে ইমোর সবশেষ সংস্করণ অ্যাপ থাকতে হবে। অ্যাপসে ঢোকার পরই আপনি হিডেন চ্যাট নামের একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি যাদের সঙ্গে সিক্রেট বা গোপন চ্যাট করতে চান তাদের নাম সিলেক্ট করুন। এরপর ডান কোনায় থ্রি ডটে ক্লিক করে পাসওয়ার্ড সেট করুন। এরপর আপনি হিডেন চ্যাটের তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার আগে এই পাসওয়ার্ড দিতে হবে।
ইমোর ওয়েবসাইট থেকে জানায়, ব্যবহারকারীদের সিক্রেট চ্যাট সেশন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এই বৈশিষ্ট্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রচার নিয়ন্ত্রণ ফাংশন। এই ফাংশনের অধীনে, কেউ কোনো ব্যক্তিগত চ্যাট কথোপকথন কপি, ফরোয়ার্ড, শেয়ার, ডাউনলোড, স্ক্রিনশট বা রেকর্ড করতে পারবে না।
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। এই প্ল্যাটফর্মে আপনি চাইলে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। ইমোতে আছে সিক্রেট চ্যাট নামের বিশেষ এক ফিচার। যেটির ভেতর লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।
ইমোর সিক্রেট চ্যাট নামের বিশেষ ফিচারে লক করে রাখতে পারবেন ব্যক্তিগত চ্যাট। পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যাবে।
এটি ব্যবহারের জন্য আপনার কাছে থাকতে হবে ইমোর সবশেষ সংস্করণ অ্যাপ থাকতে হবে। অ্যাপসে ঢোকার পরই আপনি হিডেন চ্যাট নামের একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি যাদের সঙ্গে সিক্রেট বা গোপন চ্যাট করতে চান তাদের নাম সিলেক্ট করুন। এরপর ডান কোনায় থ্রি ডটে ক্লিক করে পাসওয়ার্ড সেট করুন। এরপর আপনি হিডেন চ্যাটের তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার আগে এই পাসওয়ার্ড দিতে হবে।
ইমোর ওয়েবসাইট থেকে জানায়, ব্যবহারকারীদের সিক্রেট চ্যাট সেশন এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এই বৈশিষ্ট্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রচার নিয়ন্ত্রণ ফাংশন। এই ফাংশনের অধীনে, কেউ কোনো ব্যক্তিগত চ্যাট কথোপকথন কপি, ফরোয়ার্ড, শেয়ার, ডাউনলোড, স্ক্রিনশট বা রেকর্ড করতে পারবে না।
দেখতে দেখতে নতুন আরেকটি বছরে পদার্পন করতে যাচ্ছি আমরা। আমাদের মধ্যে অনেকেই নতুন বছরে নিজেকে বদলানোর জন্য একাধিক সংকল্প করি। সুস্বাস্থ্য অর্জনের অথবা অর্থ অপচয় কমানোর সংকল্প করি। অথবা নতুন কোনো অভ্যাস অর্জনের চেষ্টা করি, অথবা কোনো বদভ্যাস বর্জনের চেষ্টা করি।
ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?
আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?