logo
জেনে নিন

কাঁচা দুধ খাচ্ছেন? জেনে নিন এর ৫ বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ নভেম্বর ২০২৪
Copied!
কাঁচা দুধ খাচ্ছেন? জেনে নিন এর ৫ বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া

কাঁচা দুধ তার প্রাকৃতিক উৎসের জন্য আকর্ষণীয় বলে মনে হয়, কিন্তু আপনি কি জানেন যে এটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বহন করে? কাঁচা দুধ পান করার বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। চলুন জেনে নিই, বিশেষজ্ঞরা কেন এটি খাওয়ার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে বলেন।

ব্যাকটেরিয়া সংক্রমণ

কাঁচা দুধ হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা, ই. কোলাই এবং ক্যাম্পাইলোব্যাক্টরের পরিচিত বাহক, যার সবগুলোই মারাত্মক খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। এই জীবাণুগুলো খাওয়ার ফলে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা এবং জ্বর হতে পারে। এই উপসর্গগুলো শুধুমাত্র দৈনন্দিন জীবনযাত্রাকে বিরক্ত করে না, সেইসঙ্গে এগুলো গুরুতরও হতে পারে, বিশেষ করে অল্পবয়সী এবং বয়স্কদের ক্ষেত্রে।

গর্ভবতী নারীদের মধ্যে লিস্টিরিওসিসের ঝুঁকি

গর্ভবতী নারীদের জন্য বিপজ্জনক ব্যাকটেরিয়া লিস্টেরিয়া ঝুঁকিপূর্ণ, যা কাঁচা দুধেও থাকে। লিস্টেরিয়া সংক্রমণ যা লিস্টিরিওসিস নামেও পরিচিত, এর ফলে গর্ভপাত, তাড়াতাড়ি প্রসব এবং এমনকি মৃতপ্রসবের মতো গুরুতর গর্ভাবস্থার সমস্যা হতে পারে। এটি গর্ভবতী নারীদের সম্পূর্ণরূপে কাঁচা দুধ এড়াতে উৎসাহিত করে কারণ এই ভাইরাসটি অনাগত শিশুর ওপর সম্ভাব্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা গুরুতর অসুস্থ হতে পারেন

দুর্বল ইমিউন সিস্টেমের মানুষ-যেমন এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তি, ক্যান্সার রোগী এবং বয়স্করা কাঁচা দুধ থেকে সংক্রমণের জন্য অত্যন্ত সংবেদনশীল। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, পাস্তুরিত দুধ খাওয়ার ফলে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি বা এমনকি মৃত্যুও হতে পারে। তাদের জন্য কাঁচা দুধ একটি অপ্রয়োজনীয় ঝুঁকি, কারণ সামান্য পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়াও মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।

দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা

কাঁচা দুধের ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কারও কারও ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ, ক্যাম্পাইলোব্যাক্টর গুইলেন-বারে সিন্ড্রোম হতে পারে, এটি একটি অস্বাভাবিক এবং বিপজ্জনক অসুস্থতা যেখানে ইমিউন সিস্টেম স্নায়ুকে লক্ষ্য করে। এর ফলে পক্ষাঘাত হতে পারে যার জন্য ক্রমাগত যত্ন প্রয়োজন। কাঁচা দুধ পান করতে নিরুৎসাহিত করা হয়, কারণ এর ফলে খাদ্যজনিত সংক্রমণের দীর্ঘমেয়াদী পরিণতি মারাত্মক হতে পারে।

ছোট শিশুদের জন্য উচ্চ ঝুঁকি

কাঁচা দুধ থেকে খাদ্যজনিত অসুস্থতা বিশেষ করে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রভাবিত করে। ছোট বাচ্চাদের ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণগুলো দ্রুত বাড়তে পারে, এর ফলে তাদের প্রায়ই হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। এই ঝুঁকির পরিপ্রেক্ষিতে, অভিভাবকদের শিশুদের কাঁচা দুধ দেওয়া এড়িয়ে চলতে হবে, কারণ এটি গুরুতর, জীবন-হুমকির সংক্রমণ হতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫