logo
জেনে নিন

টিকিটের দাম বাড়ল দুবাইয়ের ৪ পর্যটনকেন্দ্রে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ অক্টোবর ২০২৪
Copied!
টিকিটের দাম বাড়ল দুবাইয়ের ৪ পর্যটনকেন্দ্রে
দুবাইয়ের গ্লো গার্ডেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঋতু পরিবর্তনের সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়া শুরু করেছে। কিন্তু এই বছর দুবাইয়ের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রের টিকিটের দাম বাড়ানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের কোন পর্যটনকেন্দ্র টিকিটের দাম বাড়াল:

গ্লো গার্ডেন

দুবাইয়ের গ্লো গার্ডেনে টিকিটের দাম ৭০ দিরহাম থেকে বাড়িয়ে ৭৮ দশমিক ৭৫ দিরহাম করা হয়েছে। এই টিকিট দিয়ে গ্লো পার্ক, ডাইনোসর পার্ক এবং আর্ট পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়া তিন বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কটিতে প্রবেশ করতে পারবে।

এদিকে, যে দর্শনার্থীরা ম্যাজিক পার্ক ঘুরে দেখতে চান তাদের অতিরিক্ত ৪৫ দিরহাম গুণতে হবে। সেইসঙ্গে ৫ শতাংশও ভ্যাট দিতে হবে।

মিরাকল গার্ডেন

দুবাইয়ের মিরাকল গার্ডেনও তাদের টিকিটের দাম বাড়িয়েছে। পার্কটিতে একজন প্রাপ্তবয়স্ককে প্রবেশের জন্য ১০০ দিরহাম খরচ করে প্রবেশ করতে হবে। এছাড়া শিশুদের জন্য ৮৫ দিরহাম খরচ করে টিকিট ক্রয় করতে হবে। মিরাকল গার্ডেনে গত বছরের চেয়ে এ বছর টিকিটের ৫ দিরহাম বেড়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য এখানে টিকিটের দাম কমেছে। গত বছর মিরাকল গার্ডেনে প্রবেশের জন্য স্থানীয় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও ৬৫ দিরহাম খরচ করতে হত। এখন ৬০ দিরহাম দিয়ে তারা টিকিট ক্রয় করতে পারবে।

বাটারফ্লাই গার্ডেন

দুবাইয়ের বাটারফ্লাই গার্ডেনে প্রবেশের জন্য এখন প্রাপ্তবয়স্কদের ৬০ দিরহাম খরচ করতে হবে। আর তিন থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫৫ দিরহাম টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ফি লাগবে না।

গত বছর এখানে প্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল ৫৫ দিরহাম।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রাপ্ত বয়স্ক বাসিন্দাদের জন্য বাটারফ্লাই গার্ডেনের টিকিটের দাম ৫০ দিরহাম এবং তিন থেকে ১২ বছরের শিশুদের জন্য ৪৫ দিরহাম করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে বাটারফ্লাই গার্ডেনে যেতে পারবে।

দুবাই পার্কস অ্যান্ড রিসোর্ট

দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টের অংশ রিভারল্যান্ড দুবাইতে প্রবেশের জন্য টিকিটের দাম ২০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইনে এই টিকিট ১৫ দিরহামে কেনা যাবে। ।

তবে যারা এর ভেতরে মোশনগেট, লেগোল্যান্ড, রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড পরিদর্শনের টিকিট কিনেছেন, তাদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না।

তথ্যসূত্র: খালিজ টাইমস

আরও পড়ুন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

৮ দিন আগে

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

১২ দিন আগে

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।

১৬ দিন আগে

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

২৮ জুন ২০২৫