বিডিজেন ডেস্ক
ঋতু পরিবর্তনের সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়া শুরু করেছে। কিন্তু এই বছর দুবাইয়ের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রের টিকিটের দাম বাড়ানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের কোন পর্যটনকেন্দ্র টিকিটের দাম বাড়াল:
গ্লো গার্ডেন
দুবাইয়ের গ্লো গার্ডেনে টিকিটের দাম ৭০ দিরহাম থেকে বাড়িয়ে ৭৮ দশমিক ৭৫ দিরহাম করা হয়েছে। এই টিকিট দিয়ে গ্লো পার্ক, ডাইনোসর পার্ক এবং আর্ট পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়া তিন বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কটিতে প্রবেশ করতে পারবে।
এদিকে, যে দর্শনার্থীরা ম্যাজিক পার্ক ঘুরে দেখতে চান তাদের অতিরিক্ত ৪৫ দিরহাম গুণতে হবে। সেইসঙ্গে ৫ শতাংশও ভ্যাট দিতে হবে।
মিরাকল গার্ডেন
দুবাইয়ের মিরাকল গার্ডেনও তাদের টিকিটের দাম বাড়িয়েছে। পার্কটিতে একজন প্রাপ্তবয়স্ককে প্রবেশের জন্য ১০০ দিরহাম খরচ করে প্রবেশ করতে হবে। এছাড়া শিশুদের জন্য ৮৫ দিরহাম খরচ করে টিকিট ক্রয় করতে হবে। মিরাকল গার্ডেনে গত বছরের চেয়ে এ বছর টিকিটের ৫ দিরহাম বেড়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য এখানে টিকিটের দাম কমেছে। গত বছর মিরাকল গার্ডেনে প্রবেশের জন্য স্থানীয় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও ৬৫ দিরহাম খরচ করতে হত। এখন ৬০ দিরহাম দিয়ে তারা টিকিট ক্রয় করতে পারবে।
বাটারফ্লাই গার্ডেন
দুবাইয়ের বাটারফ্লাই গার্ডেনে প্রবেশের জন্য এখন প্রাপ্তবয়স্কদের ৬০ দিরহাম খরচ করতে হবে। আর তিন থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫৫ দিরহাম টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ফি লাগবে না।
গত বছর এখানে প্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল ৫৫ দিরহাম।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রাপ্ত বয়স্ক বাসিন্দাদের জন্য বাটারফ্লাই গার্ডেনের টিকিটের দাম ৫০ দিরহাম এবং তিন থেকে ১২ বছরের শিশুদের জন্য ৪৫ দিরহাম করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে বাটারফ্লাই গার্ডেনে যেতে পারবে।
দুবাই পার্কস অ্যান্ড রিসোর্ট
দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টের অংশ রিভারল্যান্ড দুবাইতে প্রবেশের জন্য টিকিটের দাম ২০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইনে এই টিকিট ১৫ দিরহামে কেনা যাবে। ।
তবে যারা এর ভেতরে মোশনগেট, লেগোল্যান্ড, রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড পরিদর্শনের টিকিট কিনেছেন, তাদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না।
তথ্যসূত্র: খালিজ টাইমস
ঋতু পরিবর্তনের সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাওয়া শুরু করেছে। কিন্তু এই বছর দুবাইয়ের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রের টিকিটের দাম বাড়ানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের কোন পর্যটনকেন্দ্র টিকিটের দাম বাড়াল:
গ্লো গার্ডেন
দুবাইয়ের গ্লো গার্ডেনে টিকিটের দাম ৭০ দিরহাম থেকে বাড়িয়ে ৭৮ দশমিক ৭৫ দিরহাম করা হয়েছে। এই টিকিট দিয়ে গ্লো পার্ক, ডাইনোসর পার্ক এবং আর্ট পার্কে প্রবেশ করতে পারবেন। এছাড়া তিন বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কটিতে প্রবেশ করতে পারবে।
এদিকে, যে দর্শনার্থীরা ম্যাজিক পার্ক ঘুরে দেখতে চান তাদের অতিরিক্ত ৪৫ দিরহাম গুণতে হবে। সেইসঙ্গে ৫ শতাংশও ভ্যাট দিতে হবে।
মিরাকল গার্ডেন
দুবাইয়ের মিরাকল গার্ডেনও তাদের টিকিটের দাম বাড়িয়েছে। পার্কটিতে একজন প্রাপ্তবয়স্ককে প্রবেশের জন্য ১০০ দিরহাম খরচ করে প্রবেশ করতে হবে। এছাড়া শিশুদের জন্য ৮৫ দিরহাম খরচ করে টিকিট ক্রয় করতে হবে। মিরাকল গার্ডেনে গত বছরের চেয়ে এ বছর টিকিটের ৫ দিরহাম বেড়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য এখানে টিকিটের দাম কমেছে। গত বছর মিরাকল গার্ডেনে প্রবেশের জন্য স্থানীয় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও ৬৫ দিরহাম খরচ করতে হত। এখন ৬০ দিরহাম দিয়ে তারা টিকিট ক্রয় করতে পারবে।
বাটারফ্লাই গার্ডেন
দুবাইয়ের বাটারফ্লাই গার্ডেনে প্রবেশের জন্য এখন প্রাপ্তবয়স্কদের ৬০ দিরহাম খরচ করতে হবে। আর তিন থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫৫ দিরহাম টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ফি লাগবে না।
গত বছর এখানে প্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ছিল ৫৫ দিরহাম।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রাপ্ত বয়স্ক বাসিন্দাদের জন্য বাটারফ্লাই গার্ডেনের টিকিটের দাম ৫০ দিরহাম এবং তিন থেকে ১২ বছরের শিশুদের জন্য ৪৫ দিরহাম করা হয়েছে। তিন বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে বাটারফ্লাই গার্ডেনে যেতে পারবে।
দুবাই পার্কস অ্যান্ড রিসোর্ট
দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টের অংশ রিভারল্যান্ড দুবাইতে প্রবেশের জন্য টিকিটের দাম ২০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইনে এই টিকিট ১৫ দিরহামে কেনা যাবে। ।
তবে যারা এর ভেতরে মোশনগেট, লেগোল্যান্ড, রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ড পরিদর্শনের টিকিট কিনেছেন, তাদের কোনও প্রবেশমূল্য দিতে হবে না।
তথ্যসূত্র: খালিজ টাইমস
সৌদি আরব ভ্রমণে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়লে কিংবা কোনো ধরনের বিষয়ে খোঁজ নিতে চাইলে কী করবেন? চলুন জেনে নিই, কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর যেগুলো সৌদি ভ্রমণে গেলে আপনার জন্য প্রয়োজন হতে পারে।
বিভিন্ন ধরনের ট্যাবলেটের মাঝে আমরা প্রায়ই আড়াআড়ি একটি দাগ দেখতে পাই। কখনো কি ভেবে দেখেছেন, কেন এই দাগটি দেওয়া হয়?
ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানেই যান না কেন একবার রিলস দেখা শুরু করলে দিন গড়িয়ে বিকাল হবে বুঝতেই পারবেন না। এই সমস্যা শুধু যে ছোটদের তা কিন্তু নয়, বড়রাও ভুগছেন এই আসক্তিতে।
তেলাপোকা ডিম পাড়ে বলেই আমরা জানি ৷ তবে তেলাপোকার এমন কিছু প্রজাতিও আছে যারা ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয় ৷ তেমনই এক প্রজাতি প্যাসিফিক বিটল ককরোচ। এদের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন যে