logo
জেনে নিন

নতুন বাইক কিনতে গেলে যেসব বিষয় খেয়াল রাখবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৪
Copied!
নতুন বাইক কিনতে গেলে যেসব বিষয় খেয়াল রাখবেন

বাজারে নতুন মডেলের বাইক আসলে সেটি কেনার জন্য উন্মুখ হয়ে থাকেন বাইকপ্রেমীরা। তবে বাইক কেনার সময় কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এসব বিষয় এড়িয়ে গেলে ঠকে যেতে পারেন যে কোনো সময়। চলুন জেনে নিই, নতুন বাইক কেনার সময় কী কী বিষয় খেয়াল করা উচিত।

বডি স্ক্র্যাচ: উজ্জ্বল রোদের নিচে বাইকের গোটা চেহারা যাচাই করুন। দেখে নিন কোথাও বডি স্ক্র্যাচ নেই তো। কারণ শোরুম থেকে কিনে নিয়ে আসার পর বাড়িতে আনলে দেখা যায় বাইকে রয়েছে একাধিক স্ক্র্যাচ। সাধারণত নতুন মোটরসাইকেলে স্ক্র্যাচ থাকার সম্ভাবনা কম, তবুও যাচাই করতে ক্ষতি কি।

চেসিস ইঞ্জিন নম্বর: বাইকের চেসিস নম্বর দিয়ে জানতে পারবেন ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ কোন সালে এটি তৈরি করা হয়েছে। ইঞ্জিন নম্বর দিয়ে সেটি যাচাই করতে পারবেন।

টায়ার: বাইকের টায়ারেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। টায়ারের গড়ন কোম্পানির দেওয়া স্পেসিফিকেশনের অনুযায়ী যেন এক হয়। পাশাপাশি উক্ত টায়ার যেন পুরনো না হয় সেটিও খেয়াল রাখা উচিত। যাতে পরে গিয়ে টায়ার সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়।

চাবি: নতুন বাইকের সঙ্গে দুইটি চাবি দেওয়া হয়। এটি আপনার বাইকের বিমার সঙ্গে জড়িত। তবুও দুইটি চাবি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখে নেওয়া উচিত।

লাইট: চাবি হাতে পাওয়ার আগে বাইকের হেডলাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প এবং ডে নাইট ল্যাম্প বা ডিআরএল সঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করা উচিত। পাশাপাশি হাই বিম ও লো বিমে লাইটগুলো পরীক্ষা করে দেখে নিন।

ডিসপ্লে ও ফিচার্স: অবশ্যই বাইকের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার ইত্যাদি দেখে নিন। কারণ এগুলো আপনার রাইডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বাইকে যদি ব্লুটুথ কানেক্টিভিটি থাকে তাও চেক করে নেবেন। শোরুমের কর্মীদের থেকে সেই ফিচার সংক্রান্ত যাবতীয় কৌতূহল মিটিয়ে নেওয়া উচিত।

ইঞ্জিন: সবথেকে জরুরি বাইকের ইঞ্জিন, যা যে কোনো মোটরসাইকেলের হৃদয়। স্টার্ট দিয়ে ভালো করে যাচাই করে নেবেন ইঞ্জিন থেকে সঠিক ভাবে কাজ করেছে কিনা, বিকট শব্দ হচ্ছে কি না। এই বিষয়গুলো মাথায় রাখলে বাইক কেনার পর আর সমস্যায় পড়তে হবে না আপনাকে।

তথ্যসূত্র: এই সময়

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৭ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫