বিডিজেন ডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আপনি কি জানেন যে কিছু শব্দ আছে যা গুগলে টাইপ করলে এক অদ্ভুত কাণ্ড ঘটে? যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, নিশ্চিত। আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে টাইপ করে আপনি নিজেই এই শব্দগুলি সার্চ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলি কী কী।
ড্রপ বিয়ার (Drop Bear)
এই তালিকার প্রথম শব্দটি হল 'ড্রপ বিয়ার'। গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভালুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে পুরো স্ক্রিন।
চিক্সুলুব (Chixuclub)
গুগলে চিক্সুলুব (Chixuclub) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে আপনার স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।
ডার্ট মিশন (Dart Mission)
এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে ওপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। এই ডার্ট মিশন হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।
লাস্ট অব আস (Last Of Us)
লাস্ট অব আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র: নিউজ১৮
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আপনি কি জানেন যে কিছু শব্দ আছে যা গুগলে টাইপ করলে এক অদ্ভুত কাণ্ড ঘটে? যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, নিশ্চিত। আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে টাইপ করে আপনি নিজেই এই শব্দগুলি সার্চ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলি কী কী।
ড্রপ বিয়ার (Drop Bear)
এই তালিকার প্রথম শব্দটি হল 'ড্রপ বিয়ার'। গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভালুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে পুরো স্ক্রিন।
চিক্সুলুব (Chixuclub)
গুগলে চিক্সুলুব (Chixuclub) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে আপনার স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।
ডার্ট মিশন (Dart Mission)
এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে ওপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। এই ডার্ট মিশন হল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।
লাস্ট অব আস (Last Of Us)
লাস্ট অব আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র: নিউজ১৮
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫