logo
জেনে নিন

লন্ড্রির খরচ বাঁচিয়ে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ মার্চ ২০২৫
Copied!
লন্ড্রির খরচ বাঁচিয়ে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। এবার ভারী কম্বল-কমফোর্টারগুলো তুলে রাখার পালা। তবে কম্বল ও কমফোর্টার পরিষ্কার না করে তুলে রাখা মানে ঘরে জীবাণুর চাষবাস করা। আর জীবাণু মানেই গুপ্ত ঘাতক। একেকটা কম্বল ও কম্ফোর্টার লন্ড্রিতে ধুতে দিলে বেশ কিছু টাকা গুনতে হয়। তাই ঘরেই এসব পরিষ্কার করে ফেললে সে টাকাটা বেঁচে যাবে। চলুন জেনে নিই, ঘরেই কীভাবে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন।

উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কার করার আগে ধোয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। সাধারণত এসবে ড্রাই ক্লিন করার কথাই উল্লেখ থাকে। তবে অল্প কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি ও অল্প ক্ষারধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়। ধোয়া শেষে খোলা জায়গায় বাতাসে শুকাতে হবে এসব কম্বল।

সুতি বা লিনেন কম্বল ওয়াশিং মেশিনে কম তাপমাত্রা ও কম গতিতে ধুয়ে নিন। ফ্লিস বা প্লাশ ম্যাটেরিয়ালের কম্বল ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। এসব কম্বলে কখনও গরম পানি লাগাবেন না।

কমফোর্টার পরিষ্কার করতে চাইলে ওয়াশিং মেশিনে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর তা এয়ার ড্রাই করে শুকিয়ে নিন।

অনেকে এসি ঘরে নিয়মিত কমফোর্টার ব্যবহার করেন। ব্যবহার করতে করতে প্রায়ই এতে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় । এ ধরনের গন্ধ দূর করতে চাইলে কম্বল বা কমফোর্টারে ভিনেগার স্প্রে করে এয়ার ড্রায়ার করে নিন।

কম্বলে লাগা কোনও দাগ দূর করতে চাইলে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: নিউজ১৮

আরও পড়ুন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

৩ দিন আগে

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

৭ দিন আগে

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।

১২ দিন আগে

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

২৮ জুন ২০২৫