logo
জেনে নিন

লন্ড্রির খরচ বাঁচিয়ে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ মার্চ ২০২৫
Copied!
লন্ড্রির খরচ বাঁচিয়ে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন যেভাবে

প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। এবার ভারী কম্বল-কমফোর্টারগুলো তুলে রাখার পালা। তবে কম্বল ও কমফোর্টার পরিষ্কার না করে তুলে রাখা মানে ঘরে জীবাণুর চাষবাস করা। আর জীবাণু মানেই গুপ্ত ঘাতক। একেকটা কম্বল ও কম্ফোর্টার লন্ড্রিতে ধুতে দিলে বেশ কিছু টাকা গুনতে হয়। তাই ঘরেই এসব পরিষ্কার করে ফেললে সে টাকাটা বেঁচে যাবে। চলুন জেনে নিই, ঘরেই কীভাবে সহজে কম্বল-কমফোর্টার পরিষ্কার করবেন।

উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কার করার আগে ধোয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। সাধারণত এসবে ড্রাই ক্লিন করার কথাই উল্লেখ থাকে। তবে অল্প কিছুক্ষণের জন্য ঠান্ডা পানি ও অল্প ক্ষারধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়। ধোয়া শেষে খোলা জায়গায় বাতাসে শুকাতে হবে এসব কম্বল।

সুতি বা লিনেন কম্বল ওয়াশিং মেশিনে কম তাপমাত্রা ও কম গতিতে ধুয়ে নিন। ফ্লিস বা প্লাশ ম্যাটেরিয়ালের কম্বল ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। এসব কম্বলে কখনও গরম পানি লাগাবেন না।

কমফোর্টার পরিষ্কার করতে চাইলে ওয়াশিং মেশিনে ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর তা এয়ার ড্রাই করে শুকিয়ে নিন।

অনেকে এসি ঘরে নিয়মিত কমফোর্টার ব্যবহার করেন। ব্যবহার করতে করতে প্রায়ই এতে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় । এ ধরনের গন্ধ দূর করতে চাইলে কম্বল বা কমফোর্টারে ভিনেগার স্প্রে করে এয়ার ড্রায়ার করে নিন।

কম্বলে লাগা কোনও দাগ দূর করতে চাইলে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: নিউজ১৮

আরও পড়ুন

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।

৪১ মিনিট আগে

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২১ এপ্রিল ২০২৫

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

০৩ এপ্রিল ২০২৫